Income Tax Dept Recruitment 2021: ম্যাট্রিক পাশেই মিলবে ইনকাম ট্যাক্স বিভাগের চাকরি, জেনে নিন বিশদে
- Published by:Suman Majumder
Last Updated:
Income Tax Dept Recruitment 2021: প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#তিরুবনন্তপুরম: সম্প্রতি কেরলের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের (Income Tax Department) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে স্পোর্টস কোটার অধীনে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (Tax Assistant) ও মাল্টিটাস্কিং স্টাফ (Multi Tasking Staff) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
Income Tax Dept Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।নর্থ ইস্টার্ন স্টেট, আন্দামান নিকোবর দ্বীপ, লক্ষদ্বীপ, জম্মু এবং কাশ্মীর নিবাসী প্রার্থীদের জন্য আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। তাদের আগামী ১৪ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
advertisement
advertisement
Income Tax Dept Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
Income Tax Dept Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট: ৫টি পদ
মাল্টিটাস্কিং স্টাফ: ২টি পদ
Income Tax Dept Recruitment 2021: বিশেষ ঘোষণা
প্রার্থীদের বিশেষ ভাবে জানানো হয়েছে যে, আবেদনপত্রটি জনসংযোগ বিভাগ (Public Relations Section) থেকে ব্যক্তিগতভাবেও পাওয়া যেতে পারে। এই ঠিকানায় প্রেরিত, ‘ O/o Pr.CCIT, I.S. Press Road, C.R. Buildings, Kochi, Kerala-682018’ আবেদনপত্রের অনুলিপির জন্য কোনও অনুরোধ গ্রহণ করা হবে না।
advertisement
Income Tax Dept Recruitment 2021: আবেদনের যোগ্যতা
ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল স্নাতক উত্তীর্ণ। এছাড়াও প্রার্থীদের প্রতি ঘন্টায় ৮০০০ ডেটা এন্ট্রি স্পিড থাকা আবশ্যিক।
আরও পড়ুন- ডিআরডিও-তে নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু, দেরি না করে আজই আবেদন করুন!
মাল্টিটাস্কিং স্টাফদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিকুলেশন পাশ।
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | কেরলের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট (Income Tax Department) |
পদের নাম: | ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ |
শূন্যপদের সংখ্যা: | ৭ |
কাজের স্থান: | কেরল |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | লিখিত পরীক্ষা |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | ম্যাট্রিক ও স্নাতক উত্তীর্ণ |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: | ১৪.০১.২০২২ |
Income Tax Dept Recruitment 2021: | নির্বাচন পদ্ধতি |
ইচ্ছুক প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করে দেখতে পারেন- https://incometaxindia.gov.in/Lists/Recruitment%20Notices/Attachments/26/sports-quota-recruitment1-12-21.pdf
ট্রায়াল এবং লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন পদ্ধতি পরিচালিত হবে।
প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে আবেদনপত্রের একটি কপি সংরক্ষণ করে রাখতে পারেন
Location :
First Published :
December 14, 2021 2:25 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Income Tax Dept Recruitment 2021: ম্যাট্রিক পাশেই মিলবে ইনকাম ট্যাক্স বিভাগের চাকরি, জেনে নিন বিশদে