Higher Secondary Examination 2023 : ইংরেজি পরীক্ষা শুরু, সরু গলিতে পরীক্ষাকেন্দ্র খুঁজে না পেয়ে দিশেহারা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে পৌঁছে দিল পুলিশ
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Higher Secondary Examination 2023 : কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে সেই ঘটনার কথা। নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন পুলিশের এই পদক্ষেপকে
কলকাতা : মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও পরীক্ষার্থীদের পাশে কলকাতা পুলিশ। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের ইংরেজি পরীক্ষার দিন আরও এক বার কলকাতা পুলিশের সাহায্যে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছল পড়ুয়া। কলকাতা পুলিশের ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে সেই ঘটনার কথা। নেটিজেনরা সাধুবাদ জানিয়েছেন পুলিশের এই পদক্ষেপকে।
বৃহস্পতিবার সকাল ১০.১০ মিনিটে স্ট্র্যান্ড রোড এবং মহাত্মা গান্ধি রোডের সংযোগস্থলে পাগলের মতো পরীক্ষাকেন্দ্র খুঁজে চলেছিল এক ছাত্র। এদিকে সকাল ১০ থেকেই শুরু হয়ে গিয়েছে পরীক্ষা৷ সেই সময় দিশেহারার মতো সে এক বার এদিকে, এক বার ওদিকে হাঁটছিল। তাকে প্রশ্ন করে কর্তব্যরত হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি ইনস্পেকটর শৌভিক চক্রবর্তী জানতে পারেন, কোনও এক সরু গলির মধ্যে পরীক্ষা কেন্দ্রের পথ ভুলে গিয়েছে সে। আগের দিন পরীক্ষা দিতে এসে সেই পথে গিয়েছিল বটে, কিন্তু সে তো মাত্র একবার। আজ আর মনে পড়ছে না।
advertisement
আরও পড়ুন : স্কুল আছে, শিক্ষক আছে, কিন্তু নেই পড়ুয়া, অতীত স্মৃতি নিয়ে দাঁড়িয়ে সুন্দরবনের স্কুল
শৌভিক বুঝতে পারেন সরু গলিতে চারচাকার গাড়ি ঢুকবে না। তিনি সার্জেন্ট শুভজিৎ পালকে নির্দেশ দেন মোটরবাইকে করে যেন ছাত্রটিকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সেইমতো তিনি পড়ুয়াকে পৌঁছে দেন পরীক্ষাকেন্দ্রে৷ কলকাতা পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে ওই কিশোর৷ অভিনন্দন এবং শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন নেটিজেনরাও৷
advertisement
advertisement
আরও পড়ুন : আগের রাতে দুর্যোগে বিদ্যুৎহীন এলাকা! কুপির আলোয় পড়ে উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা দিল পড়ুয়ারা
view commentsপ্রসঙ্গত এর আগে এ বছর মাধ্যমিক পরীক্ষার সময়ও নানাভাবে পরীক্ষার্থীদের সাহায্য করেছে কলকাতা পুলিশ৷ এমনকি গ্রিন করিডোর তৈরি করেও তাদের পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়ে পৌঁছে দেওয়া হয়েছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 16, 2023 6:26 PM IST

