Sundarban School: স্কুল আছে, শিক্ষক আছে, কিন্তু নেই পড়ুয়া, অতীত স্মৃতি নিয়ে দাঁড়িয়ে সুন্দরবনের স্কুল

Last Updated:

Sundarban School: স্কুল আছে, শিক্ষক আছে কিন্তু নেই পড়ুয়া, অচল অবস্থায় পড়ে রয়েছে সুন্দরবনের স্কুল।  ২০০৯ সালে এই স্কুলটি চালু হয়েছিল।

+
গোসাবাতে

গোসাবাতে স্কুল আছে ছাত্র নেয়

সুমন সাহা, গোসাবা: স্কুল আছে, শিক্ষক আছে কিন্তু নেই পড়ুয়া। অচল অবস্থায় পড়ে রয়েছে সুন্দরবনের স্কুল। ২০০৯ সালে এই স্কুলটি চালু হয়েছিল। পাশের প্রাইমারি স্কুলের সঙ্গেইগড়ে উঠেছিল এই জুনিয়র হাইস্কুল। সে সময় সরকার থেকে দুজন শিক্ষিক দেওয়া হয়েছিল। বাকি স্থানীয় অবসরপ্রাপ্ত শিক্ষকরাও যোগ দিয়েছিলেন স্কুলে।
গ্রামবাসীদের মতে স্কুল শুরুর সময়কালে শতাধিক পড়ুয়া ছিল স্কুলে। কিন্তু সময় যতই গড়িয়েছে ততই এই স্কুলে কমেছে পড়ুয়ার সংখ্যা। গত কয়েক বছরের হিসেব বলছে কোন বছর একজন পড়ুয়া, তো কোন বছর দু জন পড়ুয়া নিয়েই এই স্কুল চলেছে। শিক্ষিকা অবশ্য দুজন ছিলেন। কিন্তু ২০২২ সালের এপ্রিল মাসে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে একজন শিক্ষিকা অন্য স্কুলে চলে যান ট্রান্সফার নিয়ে। সেই থেকে জলি সাহা রায় নামে একজন শিক্ষিকাই সামলাচ্ছেন এই স্কুলবাড়িটি।
advertisement
আরও পড়ুন :  হাতে ৩ ফুটের সাদা সরীসৃপ! সাপের ছোবলে আক্রান্ত সর্পবিশেষজ্ঞ সেই বিষধরটিকে নিয়েই হাজির হাসপাতালে
এই স্কুলে অভিভাবকরা নিজের সন্তানদের ভর্তি করতে চাইছেন না, কারণ একদিকে যেমন একজন মাত্র শিক্ষক অন্য দিকে অষ্টম শ্রেণীর পর ওই পড়ুয়াকে আবার অন্য কোন হাইস্কুলে ভর্তি হতে হবে পড়াশুনার জন্য। আর সেই কারণেই এই স্কুলে ভর্তি হচ্ছে না পড়ুয়ারা। বিষয়টি প্রশাসনের গোচরে আছে বলেই জানিয়েছেন গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী। এ বিষয়ে স্কুলশিক্ষা দফতরকেও জানানো হয়েছে বলে দাবি তাঁর।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Sundarban School: স্কুল আছে, শিক্ষক আছে, কিন্তু নেই পড়ুয়া, অতীত স্মৃতি নিয়ে দাঁড়িয়ে সুন্দরবনের স্কুল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement