MBBS-এর পাঠক্রমে বাধ্যতামূলক ভাবে অন্তর্ভুক্ত করা হবে আয়ুর্বেদ! বিস্তারিত জানুন

Last Updated:

এমবিবিএসের পাঠক্রমের অন্তর্ভুক্ত হতে চলেছে আয়ুর্বেদ শাস্ত্র৷ আয়ুর্বেদ শাস্ত্রের পঠন পাঠনকে এমবিবিএসের ফিফথ্ ইয়ার অর্থাৎ পঞ্চম বছরে বাধ্যতামূলক করতে প্রচেষ্ট হরিয়ানা সরকার৷

MBBS-এর পাঠক্রমে বাধ্যতামূলক ভাবে অন্তর্ভুক্ত করা হবে আয়ুর্বেদ! বিস্তারিত জানুন
MBBS-এর পাঠক্রমে বাধ্যতামূলক ভাবে অন্তর্ভুক্ত করা হবে আয়ুর্বেদ! বিস্তারিত জানুন
হরিয়ানা: এমবিবিএসের পাঠক্রমের অন্তর্ভুক্ত হতে চলেছে আয়ুর্বেদ শাস্ত্র৷ আয়ুর্বেদ শাস্ত্রের পঠন পাঠনকে এমবিবিএসের ফিফথ্ ইয়ার অর্থাৎ পঞ্চম বছরে বাধ্যতামূলক করতে প্রচেষ্ট হরিয়ানা সরকার৷ হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ একটি দল তৈরি করেছেন৷ এই দলের কাজ হবে মেডিক্যাল ছাত্রছাত্রীদের আয়ুর্বেদ শেখানোর জন্য একটি কোর্সের পাঠ্যক্রম তৈরি৷
যদিও ঘোষণার পর থেকেই এই সিদ্ধান্তকে ঘিরে বয়ে গিয়েছ সমালোচনার ঝড়৷ কিন্তু স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজের মতে পঠনের ক্ষেত্রে সমস্ত চিকিৎসা ব্যবস্থা একত্রিত করা উচিত৷ তাঁর মতে, ডাক্তারি ছাত্রদের শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত রোগীকে উপশম ও সুস্থ করা৷ সুতরাং, আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথি দুই শাস্ত্রের পড়াশোনা একসঙ্গে হওয়াই ভাল৷ হরিয়ানা সরকারের লক্ষ্য প্রাচীন ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থার পুনরায় প্রচার করা, এবং দৈনন্দিন জীবনে তাকে আবার ফিরিয়ে আনা৷
advertisement
advertisement
আয়ুর্বেদ হল প্রাচীন ভারতে তৈরি প্রাকৃতিক চিকিৎসাব্যবস্থা৷ বর্তমানে MBBS-এর পাঠক্রমের এটি প্রধান উপাদান নয় আয়ুর্বেদ৷ MBBS-এর পাঠক্রম তৈরি হয়েছে মূলত আধুনিক অ্যালোপ্যাথি অর্থাৎ পশ্চিমি চিকিৎসা শাস্ত্রকে কেন্দ্র করে৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী হরিয়ানা রাজ্যের ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোশিয়েসনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে ড: দিনেশ সন্দুজা বলেছেন চিকিৎসাবিজ্ঞানে আয়ুর্বেদের প্রসার এমনিতেই বাড়ছে, তাই এমবিবিএসের পাঠক্রমে তাকে অন্তর্ভুক্ত করা একেবারেই বাঞ্ছনীয় নয়৷
advertisement
ড: সন্দুজা বলেন ‘‘এমবিবিএসের পাঠক্রমে পঞ্চম বর্ষের জন্য আয়ুর্বেদ শিক্ষা বাধ্যতামূলক করার পরিবর্তে, অ্যালোপ্যাথি এবং আয়ুর্বেদ উভয় শাখার ক্ষেত্রে শারীরবিদ্যা এবং অ্যানাটমি শাখার কিছু সাধারণ বিষয় রয়েছে, যেগুলি শিক্ষার্থীদের শেখানো যেতে পারে ’’ তিনি আরও উল্লেখ করেছেন যে শিক্ষার্থীরা যদি তাদের পুরো পঞ্চম বছর আয়ুর্বেদ অধ্যয়নে নিমগ্ন থাকে তবে তারা শিক্ষাগত ভিত্তি হারাবে।
advertisement
তবে হরিয়ানা সরকার রাজ্যে চিকিৎসাবিদ্যাতে হাইব্রিড মডেলকে প্রতিষ্ঠা করতে চায়, যা ছাত্রদের দেওয়া চিকিৎসা শিক্ষার মানের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে৷ “সরকার যদি আয়ুর্বেদিক ওষুধের প্রচার করতে চায়, তবে আয়ুর্বেদ চিকিৎসকদের কেবলমাত্র আয়ুর্বেদিক ওষুধগুলি লিখতে হবে এবং অ্যালোপ্যাথিক ওষুধ দেওয়া থেকে বিরত থাকতে হবে’’ মত সন্দুজার৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
MBBS-এর পাঠক্রমে বাধ্যতামূলক ভাবে অন্তর্ভুক্ত করা হবে আয়ুর্বেদ! বিস্তারিত জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement