Educational Fair: কলেজে শিক্ষামূলক মেলা! রয়েছে ক্যারিয়ার কাউন্সিলিং থেকে বুক স্টল,জুয়েলারি থেকে ফুডকোর্টও

Last Updated:

Educational Fair: এই মেলায় রয়েছে কালচারাল অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা ক্যারিয়ার কাউন্সিলিং জুয়েলারি প্রদর্শনী ফুট কোর্ট হস্তশিল্প প্রদর্শনী এমনকি বুক স্টলও, কলকাতার বিভিন্ন নামিদামি প্রকাশনীরা নিজেদের বইয়ের পসরা নিয়ে এসেছেন এই মেলায়।

+
কলেজে

কলেজে আয়োজন শিক্ষামূলক মেলা

নদিয়া: শিমুরালি শচীনন্দন কলেজ অফ এডুকেশন-এর পরিচালনায় আয়োজন করা হয়েছে মহাবিদ্যালয় প্রাঙ্গণে এক শিক্ষামূলক মেলা। ২২ তারিখ থেকে শুরু এই মেলা শেষ হবে আজ অর্থাৎ ২৪ এপ্রিল। এই মেলায় রয়েছে কালচারাল অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা, ক্যারিয়ার কাউন্সিলিং, জুয়েলারি প্রদর্শনী, ফুট কোর্ট, হস্তশিল্প প্রদর্শনী এমনকী বুক স্টলও। কলকাতার বিভিন্ন নামিদামি প্রকাশনীরা নিজেদের বইয়ের পসরা নিয়ে এসেছেন এই মেলায়।
পশ্চিমবঙ্গের মধ্যে এটি দ্বিতীয় বি.এড কলেজ যারা উচ্চমানের স্বীকৃতি পেয়েছে। এদিনের এই শিক্ষামূলক মেলার রয়েছে বেশ কিছু উদ্দেশ্য, যেমন বই যে মানুষের জীবন এবং বইয়ের মধ্যে দিয়ে আমরা বেঁচে থাকতে পারি, বইকে যে বন্ধু করে সে জীবনে কখনও একাকিত্বে থাকবে না সেই কারণে এখানে বুক ফেয়ারের আয়োজন করা হয়েছে। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনের ফেলে দেওয়া যে জিনিসপত্র রয়েছে সেই ফেলে দেওয়া জিনিসগুলি দিয়ে তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের ঘরের সাজানোর জন্য আসবাবপত্র। এই সমস্ত আসবাবপত্র বানিয়েছে কলেজের ছাত্র-ছাত্রীরাই। সৃষ্টির মধ্যেই যে আনন্দ লুকিয়ে থাকে সেই বার্তাই এখানে দেওয়া হয়েছে। এছাড়াও পরিবেশে গাছ লাগানো কতটা জরুরি সেই বার্তাও দেওয়া হয়েছে কলেজের পক্ষ থেকে। মেলায় উপস্থিত সকলকে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা।
advertisement
advertisement
এছাড়াও বৃত্তি এবং মেধা অন্বেষণের খোলা হয়েছিল কাউন্টার। এছাড়াও মেলায় তৈরি করা হয়েছে ফুড কোর্ট যেখানে কলেজের পড়ুয়ারাই বানিয়ে এনেছেন একাধিক টক-ঝাল-মিষ্টি খাবার এবং ছোটদের জন্য গেমিং জোন সেই খেলার ঘরে রয়েছে বিভিন্ন ধরনের মজাদার খেলাও। সবশেষে বলা যেতে পারে এই শিক্ষামূলক মেলা আয়োজন করার ফলে উপকৃত হয়েছেন সকল স্তরের ছাত্রছাত্রীরা।
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Educational Fair: কলেজে শিক্ষামূলক মেলা! রয়েছে ক্যারিয়ার কাউন্সিলিং থেকে বুক স্টল,জুয়েলারি থেকে ফুডকোর্টও
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement