লালকেল্লার সামনে বিস্ফোরণের আগে গোটা দিল্লিতে ঘুরে বেরিয়েছিল ঘাতক গাড়িটি! সিসিটিভি ফুটেজে উঠে এল নতুন তথ্য

Last Updated:

দিল্লিতে গাড়ি বিস্ফোরণে আরও নতুন তথ্য পাওয়া গেল। দিল্লির বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেরিয়েছিল বিস্ফোরক বোঝাই ঘাতক গাড়িটি। সোমবার, দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশন লাগোয়া ১ নম্বর গেটের সামনে প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মূলত, একটি আই-২০ গাড়িতে বিস্ফোরণের ফলেই এই গোটা ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।

বিস্ফোরণের আগে গোটা শহর ঘুরে বেরিয়েছিল ঘাতক গাড়িটি
বিস্ফোরণের আগে গোটা শহর ঘুরে বেরিয়েছিল ঘাতক গাড়িটি
নয়াদিল্লি: দিল্লিতে গাড়ি বিস্ফোরণে আরও নতুন তথ্য পাওয়া গেল। দিল্লির বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেরিয়েছিল বিস্ফোরক বোঝাই ঘাতক গাড়িটি। সোমবার, দিল্লির লালকেল্লার মেট্রো স্টেশন লাগোয়া ১ নম্বর গেটের সামনে প্রবল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মূলত, একটি আই-২০ গাড়িতে বিস্ফোরণের ফলেই এই গোটা ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১০ নভেম্বর হরিয়ানার ধৌজে আল-ফতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পার্ক করে রাখা ছিল এই ঘাতক গাড়িটি। এরপরে তা পুরনো দিল্লিতে আনা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের দিন দুপুর আড়াইটে নাগাদ দিল্লির কনট প্লেস, ময়ূর বিহার এবং দিল্লির বিভিন্ন শহরে অবাধে ঘুরে বেরিয়েছিল গাড়িটি।
advertisement
আরও পড়ুন: মরিয়া হয়ে বিস্ফোরণ ঘটান কাশ্মীরি চিকিৎসক! লালকেল্লার পাশে কাউন্টডাউন ধরা পড়ল সিসিটিভিতে
তদন্তকারীরা বিস্ফোরণের ক্ষেত্রে ‘হাই-গ্রেড মিলিটারি এক্সপ্লোসিভ’-এর বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না। সূত্রের মতে, বিস্ফোরণের গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়েছে সীমান্তের ওপার থেকে।
advertisement
অন্যদিকে, ফরেন্সিক দল ইতিমধ্যেই বিস্ফোরণস্থল থেকে ৪০টিরও বেশি নমুনা সংগ্রহ করেছে। এরমধ্যে দু’টি তাজা কার্তুজ এবং বিস্ফোরক পদার্থ পাওয়া গিয়েছে।
প্রাথমিক তদন্ত থেকে তদন্তকারীদের অনুমান, মূলত অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে ব্যবহার করা হয়েছিল। কিন্তু, পরবর্তীতে আরও কোনও জোরালো বিস্ফোরক ব্যবহার করা হয়।
আরও পড়ুন: চিকিৎসকের ছদ্মবেশে ফিনান্সার! নতুন আতঙ্ক ‘লেডি ডাক্তার’, দিল্লি বিস্ফোরণ তদন্তে নয়া মোড়
এর আগে ফরিদাবাদে ৩৬০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছিল। ডাঃ মুজাম্মিল গানাই এবং ডাঃ শাহিন সাইদ। দুজনেই আল-ফতেহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন।
advertisement
এই বিস্ফোরণের পরেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি শহরকে। শহরের প্রধান প্রধান ঢোকা এবং বেরোনোর রাস্তায় নাকা তল্লাশি করছেন পুলিশ এবং আধা সামরিক বাহিনীর আধিকারিকরা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
লালকেল্লার সামনে বিস্ফোরণের আগে গোটা দিল্লিতে ঘুরে বেরিয়েছিল ঘাতক গাড়িটি! সিসিটিভি ফুটেজে উঠে এল নতুন তথ্য
Next Article
advertisement
SD Burman: বিখ্যাত সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের! কোন সম্পর্ক জড়িয়েছিলেন তিনি, জানুন সেই গল্প
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
  • শচীন দেব বর্মনের সঙ্গে জুড়ে রয়েছে মেদিনীপুরের সম্পর্ক

  • মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সম্পর্কে জুড়ে যান বিশ্ব বিখ্যাত এই কিংবদন্তি

  • শচীন দেব বর্মনের বোনের বিয়ে হয়, প্রত্যন্ত গ্রাম দাঁতনে

VIEW MORE
advertisement
advertisement