Purulia Girls Karate Success : প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব পুরুলিয়ার দখলে! ক্যারাটে প্রতিযোগিতায় মেয়েদের দাপট, পিছিয়ে নেই ছেলেরাও

Last Updated:

Purulia Girls Karate Success : ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়ার মেয়েদের নজরকাড়া সাফল্য। খড়্গপুরে ইন্টার ডিস্ট্রিক্ট ক্যারাটে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার। 

+
ক্যারাটে

ক্যারাটে প্রতিযোগিতা

পুরুলিয়া, শান্তনু দাস : ক্যারাটে প্রতিযোগিতায় পুরুলিয়ার মেয়েদের নজরকাড়া সাফল্য। খড়্গপুরে অনুষ্ঠিত হওয়া ইন্টার ডিস্ট্রিক্ট ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করল পুরুলিয়ার মেয়েরা। পুরুলিয়ার কাশীপুরের ‘কিউকিশিন কেনবুকাই স্কুল অফ মার্শাল আর্ট’ থেকে মোট ১৫ জন ছেলেমেয়ে ইন্টার ডিস্ট্রিক্ট ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নজরকাড়া সাফল্য আনল।
মেয়েদের মধ্যে হেভিওয়েট বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন উমা মাহাতো এবং ক্যারাটে চ্যাম্পিয়নের শিরোপা জিতেছেন লক্ষী পরামানিক। এছাড়াও এজ বিভাগে ফাইটে অমৃতা টুডু দ্বিতীয় স্থান অধিকার করেছেন এবং লাইট ওয়েটে ফাইট বিভাগে ইন্দ্রা সেন তৃতীয় হয়েছেন। তবে শুধু মেয়েরা নয়, ছেলেরাও এই প্রতিযোগিতায় সমানভাবে সাফল্যের ছাপ রেখেছেন।
advertisement
advertisement
ছেলেদের মধ্যে হেভি ওয়েট বিভাগে বিবেক শেঠ ও লাইট ওয়েটে এমডি শাহবাজ চ্যাম্পিয়ন হয়েছেন। পাশাপাশি হেভি ওয়েটে সুরজিৎ পরামানিক এবং লাইট ওয়েটে দয়াময় কর্মকার তৃতীয় স্থান অর্জন করেছেন। প্রত্যন্ত গ্রামের এই তরুণ প্রতিযোগীদের সাফল্যে আনন্দের হাওয়া বইছে পুরুলিয়া জেলা জুড়ে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মার্শাল আর্ট প্রশিক্ষক মোহম্মদ তাজউদ্দিন জানান, সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও এই ছেলেমেয়েদের অধ্যবসায় ও কঠোর পরিশ্রমই তাদের এই সাফল্যের চাবিকাঠি। তাদের এই সাফল্যে আনন্দে ভাসছে কিউকিশিন কেনবুকাই স্কুল অফ মার্শাল আর্টের সমস্ত পরিবার। পুরুলিয়ার এই তরুণ প্রতিযোগীদের অসাধারণ সাফল্য জেলার অন্যান্য যুবক ও যুবতীদের মধ্যেও নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Girls Karate Success : প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব পুরুলিয়ার দখলে! ক্যারাটে প্রতিযোগিতায় মেয়েদের দাপট, পিছিয়ে নেই ছেলেরাও
Next Article
advertisement
EXCLUSIVE: লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল, সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প
  • লাল কেল্লা বিস্ফোরণের ষড়যন্ত্র কীভাবে রচিত হয়েছিল

  • সন্ত্রাস ও বিশ্বাসঘাতকতার গল্প

  • এক্সক্লুসিভ রিপোর্ট

VIEW MORE
advertisement
advertisement