Turkey Plane Crash: টেক অফের পরেই ভেঙে পড়ল তুরস্কের সেনা কার্গো বিমান ! মৃ*ত ২০
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
20 killed as Turkish C-130 military plane crashes in Georgia: আজারবাইজান থেকে দেশে ফেরার পথে জর্জিয়া সীমান্তে তুরস্কের একটি সামরিক কার্গো বিমান ৷
advertisement
আজারবাইজান থেকে তুরষ্কে ফেরার পথে জর্জিয়া সীমান্তে ওই সামরিক কার্গো বিমানটি ভেঙে পড়ে এদিন ৷ মঙ্গলবার রাজধানী আঙ্কারায় এক অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বলেন, ‘আজারবাইজান থেকে আমাদের দেশে ফেরার পথে একটি সি-১৩০ সামরিক কার্গো বিমান জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে ভেঙে পড়ে ৷ এই খবর জেনে আমরা গভীরভাবে দুঃখিত। জর্জিয়ান কর্তৃপক্ষের সঙ্গে মিলে আমাদের অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।’’ (Photo: AP)
advertisement
advertisement
advertisement
