CBSE’র দশম ও দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি প্র্যাকটিক্যাল পরীক্ষার সূচি ঘোষণা! জেনে নিন বিস্তারিত
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
CBSE Class 10th, 12th Supplementary Practical Exams: CBSE ঘোষণা করেছে, দশম ও দ্বাদশ শ্রেণির পরিপূরক প্র্যাকটিক্যাল পরীক্ষা ১০-১৫ জুলাই, ২০২৫ অনুষ্ঠিত হবে. ছাত্রছাত্রীদের ৭ জুলাইয়ের মধ্যে রিপোর্ট করতে হবে। স্কুল কর্তৃপক্ষকে তালিকা জমা দিতে হবে।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ঘোষণা করেছে, দশম ও দ্বাদশ শ্রেণির সাপ্লিমেন্টারি প্র্যাকটিক্যাল পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ জুলাই থেকে ১৫ জুলাই, ২০২৫ পর্যন্ত। CBSE ইতিমধ্যে ২ জুলাই একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে যাতে ছাত্রছাত্রী ও স্কুল কর্তৃপক্ষ প্র্যাকটিক্যাল পরীক্ষা নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে পারে।
📌 পরীক্ষার সময়সূচি:
advertisement
- প্র্যাকটিক্যাল: ১০ জুলাই – ১৫ জুলাই
- থিওরি পরীক্ষা: ১৫ জুলাই – ২২ জুলাই
- প্র্যাকটিক্যাল: ১০ জুলাই – ১৫ জুলাই
- থিওরি পরীক্ষা: মাত্র একদিন, ১৫ জুলাই
advertisement
📝 ছাত্রছাত্রীদের করণীয়:
advertisement
🏫 স্কুল কর্তৃপক্ষ ও সেন্টার সুপারিন্টেনডেন্টদের দায়িত্ব:
advertisement
⚠️ অতিরিক্ত ব্যবস্থা ও ইনভিজিলেটরদের নিয়োগ:
যদি কোনও কেন্দ্রে নির্দিষ্ট বিষয়ের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো না থাকে, তবে সংশ্লিষ্ট CBSE রিজিওনাল অফিস কাছাকাছি কোনও বিকল্প সেন্টার নির্ধারণ করবে।
advertisement
CBSE ছাত্রছাত্রীদের পরামর্শ দিয়েছে, যেন তারা নিয়মিত তাদের স্কুল বা এক্সাম সেন্টারের সঙ্গে যোগাযোগ রাখে এবং সমস্ত নির্দেশিকা ভালোভাবে অনুসরণ করে—যাতে শেষ মুহূর্তে কোনও জটিলতা না হয়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 04, 2025 4:59 PM IST