ময়লা জামা, ধুলো মাখা চেহারা কিন্তু হাতের ব্যাগটা এমন কেন...? GRP জিজ্ঞাসা করতেই লোকটি বলল, 'স্যার আমার তো...!'
- Published by:Tias Banerjee
Last Updated:
ঝকঝকে, চকচকে, যেন স্টেশনের ধুলোবালির সঙ্গে কোনও সম্পর্ক নেই। এটাই ছিল ফাঁদ ভাঙার সূত্র। এগিয়ে এল GRP। প্রশ্ন করল—"এই জামা-কাপড়, আর এই ব্যাগ! মিলছে না তো?"
advertisement
advertisement
advertisement
চারবাগ রেলস্টেশনে এক যাত্রী প্ল্যাটফর্মের দিকে যাচ্ছিলেন ময়লা জামাকাপড় পরে, কিন্তু তাঁর হাতে থাকা ব্যাগ ছিল একেবারে নতুন ও ঝকঝকে। বিষয়টি চোখে পড়তেই সন্দেহ জাগে GRP-এর (Government Railway Police)। এরপর শুরু হয় জেরা, আর সেখান থেকেই ফাঁস হয় চাঞ্চল্যকর তথ্য। (Representative Image :AI Generated)
advertisement
advertisement
advertisement
জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজের নাম জানায় দীপাংশু সিং, বাড়ি আলমবাগ থানার কৃষ্ণাপল্লীতে। তিনি জানান, “স্যার, ওয়েটিং টিকিট ছিল। ট্রেনের মেঝেতে শুয়ে এসেছি, তাই জামাকাপড় নোংরা হয়ে গেছে।” কিন্তু এই কথা বলার পর যখন টিকিট চাওয়া হয়, তখন সে কোনও টিকিট দেখাতে পারেনি। (Representative Image :AI Generated)
advertisement
advertisement