৮ বছর পর বাবার রেনকোট পরতে গিয়ে পকেটে হাত, এ কী... যা বেরোল, তা স্বপ্নেও ভাবেননি ছেলে!

Last Updated:
৮ বছর পর! ফিরে এল সেই দিন! বাবার রেনকোট পরে বেরোচ্ছিলেন ছেলে। পকেটে হাত দিয়েই চমকে উঠলেন। কী হবে এখন? যা হল, স্বপ্নেও ভাবেননি তিনি!
1/10
আলমারির এক কোণে ধুলোমাখা একটা রেইনকোট, যার গায়ে এখনও লেগে আছে পুরোনো দিনের গন্ধ—যেমনটা বাবার ছিল। আট বছর আগে চলে যাওয়া মানুষটির স্মৃতিচিহ্ন হয়ে পড়েছিল সেটি।
আলমারির এক কোণে ধুলোমাখা একটা রেনকোট, যার গায়ে এখনও লেগে আছে পুরোনো দিনের গন্ধ—যেমনটা বাবার ছিল। আট বছর আগে চলে যাওয়া মানুষটির স্মৃতিচিহ্ন হয়ে পড়েছিল সেটি। (Representative Image: AI Generated) 
advertisement
2/10
সেই রেইনকোটই একদিন আবার উঠে এল হাতে, হঠাৎ বৃষ্টির দিনে।ছেলেটা ভাবেনি, ওটা গায়ে চড়িয়ে বেরোলে অতীত এসে এমনভাবে ধাক্কা মারবে হৃদয়কে।
কিন্তু সবকিছু পাল্টে গেল, ঠিক যখন সে পকেটে রাখল হাত।
সেই রেনকোটই একদিন আবার উঠে এল হাতে, হঠাৎ বৃষ্টির দিনে। ছেলেটা ভাবেনি, ওটা গায়ে চড়িয়ে বেরোলে অতীত এসে এমনভাবে ধাক্কা মারবে হৃদয়কে। কিন্তু সবকিছু পাল্টে গেল, ঠিক যখন সে পকেটে রাখল হাত। (Representative Image: AI Generated) 
advertisement
3/10
বয়স যত বাড়ে, একটা সত্য ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে—আমাদের বাবা-মা-ও বুড়ো হচ্ছেন। তারপর কোনও একদিন, কোনও পূর্বাভাস ছাড়াই, তারা চিরতরে ছেড়ে চলে যান। রেখে যান অসীম শূন্যতা। সেই শূন্যতার ভেতর দিয়েই জীবন চালাতে হয় সন্তানদের।
বয়স যত বাড়ে, একটা সত্য ক্রমশ স্পষ্ট হয়ে ওঠে—আমাদের বাবা-মা-ও বুড়ো হচ্ছেন। তারপর কোনও একদিন, কোনও পূর্বাভাস ছাড়াই, তারা চিরতরে ছেড়ে চলে যান। রেখে যান অসীম শূন্যতা। সেই শূন্যতার ভেতর দিয়েই জীবন চালাতে হয় সন্তানদের। (Representative Image: AI Generated) 
advertisement
4/10
অনেক বছর পর হঠাৎ করেই যদি বাবা-মার স্মৃতির সঙ্গে যুক্ত কোনও বস্তু সামনে এসে পড়ে—তাহলে? আবেগে ভেসে যাওয়াটাই স্বাভাবিক। ঠিক যেমন ঘটেছে এক যুবকের সঙ্গে।
অনেক বছর পর হঠাৎ করেই যদি বাবা-মার স্মৃতির সঙ্গে যুক্ত কোনও বস্তু সামনে এসে পড়ে—তাহলে? আবেগে ভেসে যাওয়াটাই স্বাভাবিক। ঠিক যেমন ঘটেছে এক যুবকের সঙ্গে।
advertisement
5/10
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Reddit-এর r/indiasocial গ্রুপে রোহিত জোশি নামের এক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে একটি রেইনকোটের উপর রাখা ২০০০ টাকার একটি নোট। সেই সঙ্গে তিনি শেয়ার করেন তাঁর জীবনের একটি আবেগঘন স্মৃতি।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Reddit-এর r/indiasocial গ্রুপে রোহিত জোশি নামের এক ব্যবহারকারী একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে একটি রেনকোটের উপর রাখা ২০০০ টাকার একটি নোট। সেই সঙ্গে তিনি শেয়ার করেন তাঁর জীবনের একটি আবেগঘন স্মৃতি।
advertisement
6/10
রোহিত লেখেন, তাঁর বাবা মারা গেছেন ২০১৭ সালে, অর্থাৎ প্রায় ৮ বছর আগে। সম্প্রতি তিনি হরিদ্বার বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টির সম্ভাবনা থাকায় রওনা হওয়ার আগে আলমারি থেকে তুলে নিয়েছিলেন তাঁর মৃত বাবার পুরোনো রেইনকোট।
রোহিত লেখেন, তাঁর বাবা মারা গেছেন ২০১৭ সালে, অর্থাৎ প্রায় ৮ বছর আগে। সম্প্রতি তিনি হরিদ্বার বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টির সম্ভাবনা থাকায় রওনা হওয়ার আগে আলমারি থেকে তুলে নিয়েছিলেন তাঁর মৃত বাবার পুরোনো রেনকোট। (Representative Image: AI Generated) 
advertisement
7/10
রাস্তায় রেইনকোট পরেই যখন তিনি পকেটে হাত দেন, তখনই যেন মাটি সরে যায় পায়ের নিচ থেকে। কারণ, সেই পকেটের ভেতরে ছিল দুটি ২০০০ টাকার নোট।

এই আবিষ্কার তাঁকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল, যে তিনি কেঁদে ফেলেন।
রাস্তায় রেনকোট পরেই যখন তিনি পকেটে হাত দেন, তখনই যেন মাটি সরে যায় পায়ের নিচ থেকে। কারণ, সেই পকেটের ভেতরে ছিল দুটি ২০০০ টাকার নোট। এই আবিষ্কার তাঁকে এমনভাবে নাড়িয়ে দিয়েছিল, যে তিনি কেঁদে ফেলেন।
advertisement
8/10
রোহিত লেখেন, “এই মুহূর্তটা আমার কাছে দারুণ আবেগের ছিল। বাবার মৃত্যুর ৮ বছর পর হঠাৎ এই রকম কিছু পাওয়া, সেটা শব্দে প্রকাশ করা যায় না। আমি একটি নোট রেখে দিচ্ছি নিজের কাছে, আর অন্যটি দিচ্ছি আমার বোনকে।”
রোহিত লেখেন, “এই মুহূর্তটা আমার কাছে দারুণ আবেগের ছিল। বাবার মৃত্যুর ৮ বছর পর হঠাৎ এই রকম কিছু পাওয়া, সেটা শব্দে প্রকাশ করা যায় না। আমি একটি নোট রেখে দিচ্ছি নিজের কাছে, আর অন্যটি দিচ্ছি আমার বোনকে।”
advertisement
9/10
রোহিত জানান, তাঁর বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এই স্মৃতিচিহ্ন তিনি যত্ন করে রেখে দেবেন সারা জীবনের জন্য।
রোহিত জানান, তাঁর বাবা ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এই স্মৃতিচিহ্ন তিনি যত্ন করে রেখে দেবেন সারা জীবনের জন্য। (Representative Image: AI Generated) 
advertisement
10/10
রোহিতের পোস্টটি ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ৮ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন পোস্টটি। অনেকে তাঁকে পরামর্শ দিয়েছেন, যেন সেই ২০০০ টাকার নোটটি ফ্রেম করিয়ে রাখেন। কেউ কেউ আবেগের ভরে মন্তব্য করেছেন, “হয়তো উপর থেকে বাবা দেখেছেন যে ছেলে বেড়াতে যাচ্ছে, আর টাকা দরকার হতে পারে ভেবে আগেভাগেই ব্যবস্থা করে রেখেছিলেন।”

এ যেন বাবার ভালবাসা, যা মৃত্যুর পরেও সন্তানের পাশে থেকে যায়, নীরবে, নিঃশব্দে...
রোহিতের পোস্টটি ইতিমধ্যেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ৮ হাজারেরও বেশি মানুষ লাইক করেছেন পোস্টটি। অনেকে তাঁকে পরামর্শ দিয়েছেন, যেন সেই ২০০০ টাকার নোটটি ফ্রেম করিয়ে রাখেন। কেউ কেউ আবেগের ভরে মন্তব্য করেছেন, “হয়তো উপর থেকে বাবা দেখেছেন যে ছেলে বেড়াতে যাচ্ছে, আর টাকা দরকার হতে পারে ভেবে আগেভাগেই ব্যবস্থা করে রেখেছিলেন।” এ যেন বাবার ভালবাসা, যা মৃত্যুর পরেও সন্তানের পাশে থেকে যায়, নীরবে, নিঃশব্দে... (Representative Image: AI Generated) 
advertisement
advertisement
advertisement