শুরু হচ্ছে কর্মী আন্দোলন, ব্যাহত হতে পারে মেট্রো পরিষেবা

Last Updated:

৩০ জুন অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে মেট্রো রেল কর্মীদের আন্দোলন, ফলে ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে দিল্লির মেট্রো পরিষেবা ৷ এমনটাই আশঙ্কা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

#নয়াদিল্লি: ৩০ জুন অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে মেট্রো রেল কর্মীদের আন্দোলন, ফলে ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে দিল্লির মেট্রো পরিষেবা ৷ এমনটাই আশঙ্কা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷
১২ হাজার এক্সিকিউটিভ কর্মী কাজ করেন দিল্লি মেট্রোর ট্রান্সপোর্ট বিভাগে ৷ সঙ্গে রয়েছেন ৯ হাজার নন-এক্সিকিউটিভ কর্মী ৷ গত ১৯ জুন থেকে দিল্লির যমুনা ব্যাঙ্ক মেট্রো স্টেশন এবং সহদরা স্টেশনে আট দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন নন-এক্সিকিউটিভ কর্মীরা ৷ এবার অন্য কর্মীদেরও ওই বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানালেন প্রতিবাদী কর্মীরা ৷
advertisement
বেতন বৃদ্ধি, স্টাফ কাউন্সিলের উন্নতিকরন, কর্মী স্যাকিংয়ের যথোপযুক্ত গাউডলাইনের মতো আটটি দফা সামনে রেখে বিক্ষোভে নামতে চলেছে দিল্লি মেট্রোর কর্মী সংগঠনের একটি বড় অংশ ৷ সংগঠনের তরফে ইতিমধ্যেই দাবিদাওয়ার খসড়া দিল্লি মেট্রো কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
কর্মী সংগঠনের সেক্রেটারি রবি ভরদ্বাজ জানালেন, ডিএমআরসি (দিল্লি মেট্রো রেল কর্পোরেশন)-এর স্টাফ কাউন্সিলের পরিবর্তনই আমাদের প্রাথমিক দাবি ৷ সঙ্গে রয়েছে আইডিএ (ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স) দেওয়ার দাবিও ৷
মেট্রো রেলের এক সিনিয়র আধিকারিকের কথায়, এই বিক্ষোভের জেরে মেট্রো রেল পরিষেবা ব্যাপক সমস্যায় পড়তে পারে ৷ তবে কর্মীদের দাবিদাওয়া খতিয়ে দেখে সমস্যার আশু সমাধানের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ ৷ ওই আধিকারিকের দাবি, গত কয়েকদিনের প্রতিবাদে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক ছিল ৷
advertisement
অন্যদিকে, নরম পথে কাজ না হলে গরম পথ বেছে নেওয়ার ডাক দিয়েছেন রবি ভরদ্বাজ ৷ সংবাদ মাধ্যমের সামনে এদিন তিনি বলেন, এতদিন প্রতিবাদের চিহ্ন হিসাবে হাতে কালো ব্যান্ড পরে ঘুরেছেন সমস্ত কর্মীরা ৷ কিন্তু এরপরেও যদি কর্তৃপক্ষ তাঁদের দাবিদাওয়া মানতে না চায় তাহলে কাজকর্ম সম্পূর্ণ বন্ধ করে অনাহারে বসার হুমকি দিয়েছেন প্রতিবাদী কর্মীরা ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
শুরু হচ্ছে কর্মী আন্দোলন, ব্যাহত হতে পারে মেট্রো পরিষেবা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement