শুরু হচ্ছে কর্মী আন্দোলন, ব্যাহত হতে পারে মেট্রো পরিষেবা

Last Updated:

৩০ জুন অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে মেট্রো রেল কর্মীদের আন্দোলন, ফলে ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে দিল্লির মেট্রো পরিষেবা ৷ এমনটাই আশঙ্কা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

#নয়াদিল্লি: ৩০ জুন অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে মেট্রো রেল কর্মীদের আন্দোলন, ফলে ব্যাপকভাবে প্রভাবিত হতে পারে দিল্লির মেট্রো পরিষেবা ৷ এমনটাই আশঙ্কা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ ৷
১২ হাজার এক্সিকিউটিভ কর্মী কাজ করেন দিল্লি মেট্রোর ট্রান্সপোর্ট বিভাগে ৷ সঙ্গে রয়েছেন ৯ হাজার নন-এক্সিকিউটিভ কর্মী ৷ গত ১৯ জুন থেকে দিল্লির যমুনা ব্যাঙ্ক মেট্রো স্টেশন এবং সহদরা স্টেশনে আট দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন নন-এক্সিকিউটিভ কর্মীরা ৷ এবার অন্য কর্মীদেরও ওই বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানালেন প্রতিবাদী কর্মীরা ৷
advertisement
বেতন বৃদ্ধি, স্টাফ কাউন্সিলের উন্নতিকরন, কর্মী স্যাকিংয়ের যথোপযুক্ত গাউডলাইনের মতো আটটি দফা সামনে রেখে বিক্ষোভে নামতে চলেছে দিল্লি মেট্রোর কর্মী সংগঠনের একটি বড় অংশ ৷ সংগঠনের তরফে ইতিমধ্যেই দাবিদাওয়ার খসড়া দিল্লি মেট্রো কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷
advertisement
advertisement
কর্মী সংগঠনের সেক্রেটারি রবি ভরদ্বাজ জানালেন, ডিএমআরসি (দিল্লি মেট্রো রেল কর্পোরেশন)-এর স্টাফ কাউন্সিলের পরিবর্তনই আমাদের প্রাথমিক দাবি ৷ সঙ্গে রয়েছে আইডিএ (ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স) দেওয়ার দাবিও ৷
মেট্রো রেলের এক সিনিয়র আধিকারিকের কথায়, এই বিক্ষোভের জেরে মেট্রো রেল পরিষেবা ব্যাপক সমস্যায় পড়তে পারে ৷ তবে কর্মীদের দাবিদাওয়া খতিয়ে দেখে সমস্যার আশু সমাধানের চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ ৷ ওই আধিকারিকের দাবি, গত কয়েকদিনের প্রতিবাদে মেট্রো পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক ছিল ৷
advertisement
অন্যদিকে, নরম পথে কাজ না হলে গরম পথ বেছে নেওয়ার ডাক দিয়েছেন রবি ভরদ্বাজ ৷ সংবাদ মাধ্যমের সামনে এদিন তিনি বলেন, এতদিন প্রতিবাদের চিহ্ন হিসাবে হাতে কালো ব্যান্ড পরে ঘুরেছেন সমস্ত কর্মীরা ৷ কিন্তু এরপরেও যদি কর্তৃপক্ষ তাঁদের দাবিদাওয়া মানতে না চায় তাহলে কাজকর্ম সম্পূর্ণ বন্ধ করে অনাহারে বসার হুমকি দিয়েছেন প্রতিবাদী কর্মীরা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
শুরু হচ্ছে কর্মী আন্দোলন, ব্যাহত হতে পারে মেট্রো পরিষেবা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement