পেট্রোপণ্য-কে জিএসটির আওতায় আনা সহজসাধ্য ব্যাপার নয় : কেন্দ্রীয় অর্থসচিব

Last Updated:

কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব হাসমুখ আধিয়া সিএনবিসি টিভি 18-এর এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা খুব একটা সহজসাধ্য ব্যাপার নয় তার জন্য অনেক পদ্ধতি, ঘাত বা স্তর থাকে তা থাকে তার জটিলতা ৷

#নয়াদিল্লি: কেন্দ্রীয় অর্থসচিব হাসমুখ আধিয়া সিএনবিসি টিভি 18-এর এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন পেট্রোপণ্যকে জিএসটির আওতায় আনা খুব একটা সহজসাধ্য ব্যাপার নয় তার জন্য অনেক পদ্ধতি, ঘাত বা স্তর থাকে, থাকে তার জটিলতা ৷
তবুও কেন্দ্রীয় সরকার আইজিএসটির ২ হাজার কোটি টাকার মধ্যে ৫০ হাজার কোটি টাকা প্রাথমিক ভাবে রাজ্যকে দেয়া হয়েছে প্রভেশনাল সেটেলমেন্টের জন্য ৷ যার মধ্যে ১.১৬ লক্ষ কোটি করদাতাদের সঙ্গে সেটেলমেন্টের জন্য রাখা রয়েছে ৷
সঙ্গে তিনি আরও বলেছেন জিএসটির মাধ্যমে অনেক নতুন নতুন ফার্ম তৈরি হয়েছে যা প্রাথমিক উদ্দেশ্য ৷ দ্বিতীয় উদ্দেশ্য আইন মেনে তা প্রয়োগ করা ৷ তিনি আরও জানিয়েছেন পঞ্জাবের মত রাজ্যের আগামী ৫ বছরে কেন্দ্রীয় সরকারের থেকে সাহায্য না নিলে চলবেই না ৷
advertisement
advertisement
তিনি আরও যোগ করেছেন আমেরিকার প্রবল চাপে ভারত ইরানের কাছে জ্বালানি তেল আমদানিতে শুল্ক কমাতে প্রস্তুত হয়েছে ৷ মূলত আমেরিকা ও ইরানের মধ্যে পরমাণু সংক্রান্ত বিষয় নিয়ে সম্পর্কের অবনতি হয়েছে ৷ ফল সরূপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামগ্রী আমেরিকায় আমদানিতে স্থগিতাদেশ দিয়েছে ৷ ভারত সহ এশিয়ার দেশগুলির ওপরে চাপ সৃষ্টি করেছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পেট্রোপণ্য-কে জিএসটির আওতায় আনা সহজসাধ্য ব্যাপার নয় : কেন্দ্রীয় অর্থসচিব
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement