Flood Situation: নদীর জল বাড়তেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন! ভারী বর্ষণে বন্যা কবলিত গ্রামের পর গ্রাম
- Published by:Purnendu Mondal
- hyperlocal
- Reported by:Susmita Goswami
Last Updated:
পুনর্ভবা থেকে আত্রেয়ী নদী, জল বাড়ছে জেলার সব নদীতে। জলমগ্ন গ্রামের পর গ্রাম। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হল দুর্গতদের।
দক্ষিণ দিনাজপুর: পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বালুরঘাটে শহরের আত্রেয়ী কলোনি সহ বেশ কিছু এলাকায় নদীর জল উপচে পড়তেই জলমগ্ন হয়ে পড়ায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিরাপদ আশ্রয়ের খোঁজে স্থানীয় বাসিন্দারা। ঘরছাড়া বেশ কয়েকটি পরিবার। তাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় ফ্লাড সেন্টারে।
একদিকে আত্রেয়ী নদী, আবার অন্যদিকে ডাঙ্গা খারি সংযোগস্থলে বালুরঘাটে আত্রেয়ী কলোনি গড়ে উঠেছে। এখানে প্রায় ১০০টি পরিবার বসবাস করে। প্রতি বছরই নদীর জল বাড়লে তা খাড়ি দিয়ে ঢুকে যায় এবং খারির জল জমে প্লাবিত করে এই কলনি এলাকা। কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টির ফলে জল বাড়তে শুরু করেছে।
আরও পড়ুন:ঘর মোছার জলে ১ চিমটি, টানা ২১ দিন স্নানের জলেও শুধু এক চিমটিই! আপনার সংসারে সুখ-অর্থের বন্যা
advertisement
advertisement
পুরসভা পরিচালিত মহারাজা বোস পার্কে জল ঢুকতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রতিবছর বর্ষার সময় আত্রেয়ী কলোনিতে জল ঢোকে এবং বেশিরভাগ পরিবারকে বাড়ি ছেড়ে চলে যেতে হয় নিরাপদ আশ্রয়ে। এই সমস্যার সমাধানে আশ্বাস মিলেছে বারবার কিন্তু কখনোই কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। কলোনির বাসিন্দাদের দাবি, খাড়ি বরাবর একটি বাঁধ তৈরি করে দিলে এই সমস্যার সমাধান হতে পারে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 12, 2024 5:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণ দিনাজপুর/
Flood Situation: নদীর জল বাড়তেই বিস্তীর্ণ এলাকা জলমগ্ন! ভারী বর্ষণে বন্যা কবলিত গ্রামের পর গ্রাম
