Birbhum News: ভুবন বাদ্যকরকে মনে আছে? 'কাঁচা বাদাম'-খ্যাত গায়কের অট্টালিকায় কারা থাকে জানেন? জানলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sudipta Garain
Last Updated:
Birbhum News: ভুবন বাদ্যকরের অট্টালিকায় এখন পায়রার বাসা! ‘যেখানে সুখ পায়, সেখানেই থাকে’, বলছেন কাঁচা বাদামখ্যাত গায়ক।
দুবরাজপুর, বীরভূম, সুদীপ্ত গড়াই: ভাইরাল গান ‘কাঁচা বাদাম’-এর স্রষ্টা ভুবন বাদ্যকরের নতুন অতিথি এখন পাখি-পায়রা! লাখ টাকার অট্টালিকা বানিয়ে হয়তো তিনি ভেবেছিলেন আরামেই কাটবে সময়, কিন্তু প্রকৃতি যেন নিজের মত করে খুঁজে নিয়েছে আশ্রয়। ভুবনের বাড়ির ছাদে এখন নিয়মিত পায়রার আনাগোনা। কেউ খাবার খাচ্ছে, কেউবা বাসা বাঁধছে।
ভুবন বাদ্যকর জানালেন, ‘দেখলাম একটা তেলের টিন বাড়ির ওপরে বসানো ছিল। পায়রাগুলো আসতে শুরু করল। তখন ভাবলাম, হয়তো আমাদের বাড়িতে বাসা বাঁধবে। তাই বাঁশ টাঙিয়ে দিলাম, আরও কিছু টিন বাড়িয়ে দিলাম।’ প্রায় ছ’মাস ধরে এই পায়রাদের আগমন, বলছেন ভুবন। তিনি আরও যোগ করেন, ‘এই পায়রাগুলো সুখী। যেখানে সুখ পায়, সেখানে থাকে। আমি খাবার দিলে আমার কাছেই চলে আসে। আমি সামনেই বসে খেতে দিই।’
advertisement
আরও পড়ুন-ধেয়ে আসছে ভয়ঙ্কর ‘অশনি’…! আগামী কয়েকঘণ্টায় তোলপাড়, ঝড়-বৃষ্টিতে তছনছ হবে কোন কোন জেলা? এল আবহাওয়ার বিরাট আপডেট
নিজের মোবাইল দেখিয়ে তিনি বলেন, ‘এই দেখুন, এই যে পায়রা খাচ্ছে, আমি সামনেই বসে আছি। ডাকলে কাছে আসে। আমারও মায়া পড়ে গেছে। ভাবলাম, যখন আসছে, তখন থাকুক না ওরা এখানে, বাচ্চা টাচ্চা হোক।’
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় শেষ…! শুক্রের রাজকীয় চালে নভেম্বরেই ‘মালামাল’ ৩ রাশি, ধন-সম্পদ অঢেল টাকার ফোয়ারা, রাজার হালে সুখ
ভুবনের বাড়ির ছাদে এখন প্রতিদিন দেখা যায় এই শান্তিপ্রিয় অতিথিদের। খ্যাতির ঝলমলে জীবনে, প্রকৃতির এই ছোট্ট টান যেন এক নতুন সুর এনে দিয়েছে গায়কের জীবনে। ঠিক ‘কাঁচা বাদাম’-এর মতোই সহজ, সরল, কিন্তু হৃদয় ছোঁয়া।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 30, 2025 11:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: ভুবন বাদ্যকরকে মনে আছে? 'কাঁচা বাদাম'-খ্যাত গায়কের অট্টালিকায় কারা থাকে জানেন? জানলে চমকে যাবেন
