Rajasthan Murder: বিয়ের জন্য চাপ, পরকীয়ার চরম মাশুল দিলেন বিবাহিত মহিলা! শ্রদ্ধা খুনের ছায়া রাজস্থানে

Last Updated:

অভিযুক্ত পুলিশকে জানায়, প্রেমিকাকে খুন করে তাঁর দেহাংশ দেরভা গ্রামের কাছে একটি কুয়োর মধ্যে ফেলে দিয়েছে সে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
জয়পুর: দিল্লির শ্রদ্ধা ওয়ালকার হত্যাকাণ্ডের ছায়া এবার রাজস্থানে৷ অভিযোগ, রাজস্থানের নাগৌরে নিজের প্রেমিকাকে খুন করে দেহ টুকরো টুকরো করে দেহ বিভিন্ন জায়গায় ফেলে আসে তাঁর প্রেমিক৷ ওই মহিলা অবশ্য বিবাহিত ছিলেন৷ পরকীয়া সম্পর্কে জড়িয়েই নৃশংস পরিণতি হল তাঁর৷
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিয়ের জন্য প্রেমিককে চাপ দিচ্ছিলেন ওই মহিলা৷ তিনি নিখোঁজ হয়ে যাওয়ার পর তাঁর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন৷ এর পরেই ওই মহিলাকে খুনের ঘটনা জানা যায়৷ তদন্তে নেমে ওই মহিলার প্রেমিকে আনোপরম বলে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ সে ইতিমধ্যেই খুনের কথা স্বীকার করেছে বলে ইন্ডিয়া টু়ডে-র একটি রিপোর্টে দাবি করা হয়েছে৷
advertisement
advertisement
অভিযুক্ত পুলিশকে জানায়, প্রেমিকাকে খুন করে তাঁর দেহাংশ দেরভা গ্রামের কাছে একটি কুয়োর মধ্যে ফেলে দিয়েছে সে৷ খুনের পর ২৫ দিন কেটে গেলেও এখনও ওই মহিলার দেহের সব অংশ উদ্ধার করা সম্ভব হয়নি৷ কুয়ো থেকে দেহাংশ তুলতে রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্যও নিয়েছে পুলিশ৷ পাশাপাশি দ্রোনের সাহায্যেও দেহাংশের খোঁজ চালানো হচ্ছে৷
advertisement
জানা গিয়েছে, নিহত মহিলার নাম গুড্ডি৷ নাগৌর জেলার শ্রী বালাজি থানার বালাসর গ্রামে তিনি থাকতেন৷ গত ২০ জানুয়ারি মুন্ডাসারে শ্বশুরবাড়ি যাবেন বলে বাপের বাড়ি থেকে বেরিয়ে যান ওই মহিলা৷ যদিও কয়েক ঘণ্টা পরে তাঁর পরিবারের সদস্যরা যোগাযোগ করার চেষ্টা করলে তাঁর ফোন সুইচড অফ ছিল৷
advertisement
দু' দিন ধরে কোনও খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন মহিলার পরিবারের সদস্যরা৷ তল্লাশি শুরু করার পর নাগৌর শহরের একটি স্কুলের পিছন থেকে ওই মহিলার মাথার চুল, জামাকাপড় এবং মুখের মাড়ি উদ্ধার করে পুলিশ৷ জামাকাপড়ে রক্তের দাগ দেখেই পুলিশ নিশ্চিত হয়, গুড্ডিকে খুন করা হয়েছে৷ এর পরেই তাঁ প্রেমিককে গ্রেফতার করা হয়৷
advertisement
জেরায় ধৃত স্বীকার করে, বিয়ের জন্য চাপ দেওয়ার কারণেই প্রেমিকাকে খুন করে দেহ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে সে৷ দেভরার একটি কুয়োর কথাও বলে অভিযুক্ত৷ কিন্তু সেই কুয়োতে তল্লাশি চালিয়েও দেহাংশ খুঁজে পায়নি পুলিশ৷ তখনই বোঝা যায়, পুলিশকে বিভ্রান্ত করছে অভিযুক্ত৷ জয়পুরে ধৃতের পলিগ্রাফ টেস্ট করা হবে৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Rajasthan Murder: বিয়ের জন্য চাপ, পরকীয়ার চরম মাশুল দিলেন বিবাহিত মহিলা! শ্রদ্ধা খুনের ছায়া রাজস্থানে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement