Maharashtra woman murder: মাত্র ৬ মাসের সম্পর্ক, লিভ ইন সঙ্গিনীকে খুন করে তোষকের মধ্যে লুকিয়ে রাখল প্রেমিক! এবার মহারাষ্ট্রে

Last Updated:

এই হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত মহিলার ৩৭ বছর বয়সি প্রেমিক হার্দিক নামে এক যুবক৷ গত দু দিন ধরে পলাতক ছিল সে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
পালগড়: প্রথমে দিল্লির শ্রদ্ধা ওয়ালকর৷ মুম্বইয়ের তরুণীর দেহ ৩৭ টুকরো করে ফ্রিজে লুকিয়ে রেখেছিল প্রেমিক আফতাব৷ তার পর মঙ্গলবার দিল্লিতই নিক্কি যাদব নামে এক তরুণীকে খুন করে ধাবার ফ্রিজে দেহ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে তাঁর প্রেমিকের বিরুদ্ধে৷ এবার এরকমই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা সামনে এল মহারাষ্ট্রের পালগড় জেলায়।
পালগড়ের তুলিঞ্জ থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে এক মহিলার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। জানা গিয়েছে মেঘা শাহ নামে চল্লিশ বছর বয়সি ওই মহিলাকে খুন করে তোষকের মধ্যে দেহ লুকিয়ে রেখে পালিয়ে গিয়েছিল তাঁর প্রেমিক। নালাসোপারার বিজয়নগরের ফ্ল্যাট থেকে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
advertisement
advertisement
এই হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত মহিলার ৩৭ বছর বয়সি প্রেমিক হার্দিক নামে এক যুবক৷ গত দু' দিন ধরে পলাতক ছিল সে৷ অভিযুক্তকে গ্রেফতার করে খুনের মামলা দায়ের করেছে পুলিশ৷
advertisement
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিহত মহিলা পেশায় একজন নার্স ছিলেন৷ গত ৬ মাস ধরে হার্দিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি৷ ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে দেখে পুলিশকে খবর দেন প্রতিবেশীরা৷ তার পরেই এই হত্যাকাণ্ডের ঘটনা সামনে আসে৷
advertisement
অন্যদিকে মধ্যপ্রদেশের একটি ট্রেন থেকে অভিযুক্ত যুবককে আটক করে আরপিএফ৷ পরে জিজ্ঞাসাবাদের সময় লিভ ইন পার্টনারকে খুনের কথা স্বীকার করে সে৷ নিহত মহিলার প্রতিবেশীরা জানিয়েছেন, কয়েক দিন আগে ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Maharashtra woman murder: মাত্র ৬ মাসের সম্পর্ক, লিভ ইন সঙ্গিনীকে খুন করে তোষকের মধ্যে লুকিয়ে রাখল প্রেমিক! এবার মহারাষ্ট্রে
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement