Crime: কলেজের মার্কশিট পাওয়া নিয়ে রেগে কাঁই পড়ুয়া, প্রিন্সিপালকে পেট্রোল ঢেলে খুন
- Published by:Uddalak B
Last Updated:
Crime: অভিযুক্তের নাম আশুতোষ শ্রীবাস্তব, তাঁর বয়স ২৪ বছর৷ বি-ফার্মা পড়তেন তিনি৷ তিনি নাকি দীর্ঘদিন ধরে কলেজের কাছে তাঁর বি-ফার্মা ডিগ্রির সার্টিফিকেট চাইছেন৷
ইন্দওর: মারাত্মক ঘটনা ঘটল ইন্দওরে৷ প্রাক্তন ছাত্র পুড়িয়ে মারল শিক্ষিকাকে৷ ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছেন এলাকার মানুষজন৷ মৃতার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশের কাছে একাধিক বার অভিযোগ করা হলেও ইন্দৌর পুলিশ একেবারেই কোনও ব্যবস্থা নেয়নি৷ বলা হয়েছে, অভিযুক্ত বারংবার ওই মহিলাকে হুমকি মেসেজ পাঠিয়েছে আগেও, তার পরেও ব্যবস্থা নেয়নি পুলিশ৷
বিএম কলেজ অফ ফার্মেসির শিক্ষিকা বিমুক্ত শর্মাকে গত ২০ ফেব্রুয়ারি পেট্রোল ঢেলে পুড়িয়ে মারতে আক্রমণ করেন এক পড়ুয়া৷ তার পরে গুরুতর আহত হন ওই শিক্ষিকা৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তিনি শনিবার হাসপাতালেই প্রয়াত হয়েছেন৷
আরও পড়ুন: বড় খবর! Group D-এর ১, ৯১১ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SSC-র, দ্রুত নিয়োগের তোড়জোড়
advertisement
advertisement
আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের দফতরে বসেই অ্যাপের মাধ্যমে নজরদারি, মাধ্যমিক পরীক্ষায় এ বার নজিরবিহীন নিরাপত্তা
অভিযুক্তের নাম আশুতোষ শ্রীবাস্তব, তাঁর বয়স ২৪ বছর৷ বি-ফার্মা পড়তেন তিনি৷ তিনি নাকি দীর্ঘদিন ধরে কলেজের কাছে তাঁর বি-ফার্মা ডিগ্রির সার্টিফিকেট চাইছেন৷ সেই সার্টিফিকেট না পাওয়ার রাগেই তিনি আক্রমণ করে বসেছেন শিক্ষিকাকে৷
আক্রান্তের পরিবারের তরফ থেকে তাঁর মেয়ে দাবি করেছেন, ‘‘শ্রীবাস্তব একাধিক হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছে আগেও৷ সেই মেসেজ পাওয়ার পর আমি পুলিশের কাছে অভিযোগ করেছিলাম৷ মা খুব চিন্তায় ছিলেন৷ খুব দুর্ভাগ্যজনক ঘটনা যে অভিযোগ পাওয়ার পরেও পুলিশ কোনওরকম ব্যবস্থা নেয়নি৷ পুলিশ যদি দ্রুত ব্যবস্থা নিত, তা হলে আমার মায়ের হয়ত এই ক্ষতি হত না৷’’
advertisement
পুলিশের তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়ায় বলা হয়েছে, ‘‘আমরা ওই ঘটনার এলাকা থেকে প্রমাণ সংগ্রহ করেছে৷ আক্রান্তের পরিবারের তরফ থেকে বলা হয়েছে, তাঁরা আগেই পুলিশে অভিযোগ করেছিলেন৷ সিমরোলের এএসআই সঞ্জীব তিওয়ারিকে এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে৷ আমরা ঘটনার নির্দিষ্ট তদন্ত করছি৷’’ পুলিশ তদন্তে জানতে পেরেছে, অভিযুক্ত সপ্তম সেমেস্টারে ফেল করেছিল৷ এর আগে তাঁকে ভারতীয় দণ্ডবিধির সেকশন ৩০৭ ধারায় অভিযুক্ত করা হয়েছিল, পরবর্তীতে অন্য ধারা যুক্ত করা হয়েছে৷
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 25, 2023 3:21 PM IST