কলকাতা: এসএসসি গ্রুপ ডি-এর ওএমআর শিট বিকৃতি মামলায় ইতিমধ্যেই ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। এবার সেই শূন্যপদগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সেই মর্মে শুক্রবার জারি হল বিজ্ঞপ্তি।
স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগে একাধিক অসঙ্গতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে অনেক আগে থেকেই। ওএমআর শিট কারচুপি মামলায় গ্রুপ ডি পদে চাকরি গিয়েছে ১ হাজার ৯১১ জন চাকরিপ্রার্থীর। এবার সেই ১,৯১১ জনের জায়গায় ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করল কমিশন।
আরও পড়ুন: ইংরেজি পরীক্ষার 'প্রশ্নপত্র ফাঁস'! এ কী অভিযোগ করলেন সুকান্ত মজুমদার..
শুক্রবার কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। বিজ্ঞপ্তিতে প্রথম পর্যায়ে মোট ৪০ জন চাকরি প্রার্থীর নাম, রোল নম্বর লিখে বিস্তারিত তথ্য দিতে উল্লেখ করা হয়েছে। কমিশনের তরফে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে, যে ৪০ জনের নাম দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে কোনও চাকরিপ্রার্থী যদি ওএমআর শিট টেম্পারিং-এর ঘটনায় অভিযুক্ত হন, তাহলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তাঁকেও বাতিল বলে গণ্য করা হবে। আগামী ২ মার্চ এই চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং প্রক্রিয়া হবে বলে জানা গিয়েছে।
আগামী ২৭ ফেব্রুয়ারি কাউন্সেলিংয়ের স্থান জানতে পারবেন চাকরিপ্রার্থীরা। কাউন্সিলিংয়ে আসার জন্য কল লেটারও ওই দিনই ডাউনলোড করতে পারবেন তাঁরা। কললেটার ডাউনলোড করা যাবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন: পার্থ-অর্পিতার পরে এবার গোপাল-হৈমন্তী! বেহালা-ই কি তবে নিয়োগ দুর্নীতির মন্দির?
হাইকোর্টের নির্দেশে গ্রুপ ডি পদে ১৯১১ জনের চাকরি বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। বর্তমানে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তবে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি এখনও শুরু হয়নি। তবে সুপ্রিম কোর্টের পদক্ষেপের উপরেও নজর রাখছে এসএসসি। তবে আপাতত হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ মতো প্রথম পর্যায়ে ৪০ জনের কাউন্সেলিং করাতে চাইছে তারা। অন্যদিকে, উচ্চ প্রাথমিকের নিয়োগের বিষয়টিও ইতিমধ্যে হাইকোর্টে মেনশন করেছে স্কুল সার্ভিস কমিশন।
যদিও উচ্চ প্রাথমিকের নিয়োগের ক্ষেত্রেও ইন্টারভিউ নেওয়া চাকরিপ্রার্থীদের মধ্যে থেকে একাধিক চাকরিপ্রার্থীর ওএমআর শিটে অসঙ্গতি ধরা পড়েছে। কমিশন সূত্রের খবর, এই অসঙ্গতির তথ্য হাইকোর্টে হলফনামা দিয়ে জানাবে স্কুল সার্ভিস কমিশন। তবে, সেক্ষেত্রে এই নিয়োগ কবে হবে, তা নিয়ে চিন্তায় উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দীর্ঘ আট বছরেও বেশি সময়সীমা ধরে চলছে এই নিয়োগ। যদিও কমিশনের দাবি, তাঁরা নিয়োগের জন্য সব দিক থেকে প্রস্তুতি নিয়েছিল। তাই আপাতত হাইকোর্টের দিকে তাকিয়ে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।