সিটি কলেজের টিকা মামলায় ফের পুলিশ হেফাজত দেবাঞ্জন ও তার সাগরেদদের

Last Updated:

আমহার্স্ট্রিট মামলায় (Amherst street fraud vaccination case) দেবাঞ্জনের 23 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে |

#কলকাতা: দেবাঞ্জন সহ নয় জনের আমহার্স্ট্রিট ভ্যাকসিন মামলায়  পুলিশ হেফাজতের  নির্দেশ নগর দায়রা  আদালতের | এর আগে কসবা মামলায় দেবাঞ্জনের  পুলিশ হেফাজত ও জেল হেফাজত  হয়েছিল | এবার সিটি কলেজের মামলায় পুলিশ হেফাজতে  দেবাঞ্জন  ও তার সাগরেদরা |  কলকাতা পুলিশ এদেরকে মুখোমুখি বসিয়ে জেরা করবে | কীভাবে ওই কলেজে তারা ভ্যাকসিন ক্যাম্প করেছিল? কীভাবে প্রতারণা করল? সেই বিষয়ে জেরা করবে কলকাতা  পুলিশের গোয়েন্দা  বিভাগের আধিকারিকরা |
শুক্রবার  9 জনকে নগর দায়রা আদালতে পেশ করা হয় |  আদালত সূত্রে খবর, দেবাঞ্জনের আইনজীবীর বক্তব্য ছিল যে, গোপন ভাবে কাউকে আড়ালের জন্য দেবাঞ্জনকে  সামনে আনা হচ্ছে | পরিস্থিতির শিকার  হয়েছে দেবাঞ্জন | দেবাঞ্জন নিজে কাউকে বলেনি ভ্যাকসিন নিতে | আমহার্স্ট্রিট ক্যাম্পে মানুষ এসেছেন | তিনি আরও জানান যে, দেবাঞ্জন  অসুস্থ ছিল কয়েক বছর আগে | কিন্তু টাকার অভাবে কাউন্সিলিং  করতে তখন পারেনি, সিঁথিতে চিকিৎসককে  দেখিয়েছিল| সরকারি কৌঁসুলি  বিরোধীতা করে প্রশ্ন তোলেন, কেন ভুল ইনজেকশন দিল দেবাঞ্জন ? কেন মানুষের জীবন নিয়ে ছিনিমিনি  খেলল? দেবাঞ্জন ফ্রি ভ্যাকসিন ক্যাম্প করে ভুল ইনজেকশন  দিল, কারও না মৃত্যু হলে বা অসুস্থ না হলে এটা ক্রাইম  নয়? প্রতিটা  লোকের এই মামলায় ভূমিকা রয়েছে |
advertisement
দু তরফে সওয়াল  জবাব শুনে আমহার্স্ট্রিট কেস-এ দেবাঞ্জনের 23 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছে |  বাকি আট জনের 16 জুলাই পর্যন্ত  পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক |
advertisement
ARPITA HAZRA
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
সিটি কলেজের টিকা মামলায় ফের পুলিশ হেফাজত দেবাঞ্জন ও তার সাগরেদদের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement