Howrah: হোমের আড়ালেই শিশু পাচারের কারবার, হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের বৌমা সহ ধৃত ৯

Last Updated:

অভিযোগ, সরকারি নথিপত্র অনুযায়ী যে সংখ্যক শিশু হোমে থাকার কথা, তার থেকে বেশি সংখ্যক শিশুর খোঁজ মেলে সালকিয়ার ওই হোমে (Howrah Child Smuggling Racket)৷

হোমের মালিক অভিযুক্ত গীতশ্রী অধিকারী (ডানদিকে)৷
হোমের মালিক অভিযুক্ত গীতশ্রী অধিকারী (ডানদিকে)৷
#হাওড়া: সালকিয়ায় হোমের আড়ালে খোঁজ মিলল বড়সড় শিশু পাচার চক্রের৷ বেসরকারি ওই হোমের মালিক হাওড়া ((Howrah News) পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্রবধূ৷ ঘটনায় হোমের মালিক গীতশ্রী অধিকারী সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ হাওড়ার সালকিয়ার ওই হোম থেকে উদ্ধার করা হয়েছে অন্তত কুড়িটি শিশুকে৷ হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়র মিনতি অধিকারীকেও জেরা করেছে পুলিশ (Child Smuggling Racket Busted in Howrah)৷
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে৷ পুলিশ সূত্রে খবর, বছর দুই আড়াই আগে সালকিয়ার বাবুডাঙা এলাকার ওই হোম থেকেই ৯ বছর বয়সি একটি বালিকাকে দত্তক নেয় একটি পরিবার৷ কিন্তু কয়েকদিন আগেই ওই মেয়েটি দত্তক নেওয়া বাবা-মাকে অভিযোগ জানায় যে ওই হোমের ভিতরেই তাকে যৌন নির্যাতন করা হত৷ এর পরই হাওড়া মহিলা থানায় অভিযোগ জানান ওই দম্পতি৷ ঘটনার তদন্তে নামে পুলিশ এবং গোয়েন্দারা৷ ওই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে মালিপাঁচঘরা থানা এলাকায় করুণা হোম নামে ওই হোমে হানা দেয় পুলিশ, গোয়েন্দা এবং শিশুকল্যাণ দফতরের যৌথ দল৷
advertisement
advertisement
অভিযোগ, তল্লাশির সময় হোমের থাকা নথিপত্রের সঙ্গে ভিতরে থাকা শিশুর সংখ্যা মেলেনি৷ অভিযোগ, সরকারি নথিপত্র অনুযায়ী যে সংখ্যক শিশু হোমে থাকার কথা, তার থেকে বেশি সংখ্যক শিশুর খোঁজ মেলে সেখানে৷ এর পরই হোমের মালিক গীতশ্রীকে জেরা করতে শুরু করে পুলিশ এবং সরকারি আধিকারিকরা৷ তখনই অসলগ্ন কথা বলতে শুরু করেন তিনি৷ অভিযোগ খতিয়ে দেখে তদন্তকারীরা নিশ্চিত হন, হোম থেকে শিশু পাচার করা হত৷ এর পরই হোমের মালিক গীতশ্রীকে আটক করে পুলিশ৷ তার পর সারারাত ধরে একে একে আরও আট জনকে আটক করে পুলিশ৷ পরে তাদের গ্রেফতার করা হয়
advertisement
স্থানীয় বাসিন্দাদেরও অভিযোগ, হোমে বিদেশ থেকেও লোকজন আসত৷ তাঁদের নিজেদের বন্ধু বলে পরিচয় দিত গীতশ্রী এবং তাঁর স্বামী৷ হোমের ভিতরে পার্টি হত বলেও দাবি স্থানীয়দের৷ এক স্থানীয় বাসিন্দা জানান, কখনওই হোমের ভিতরে বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া হত না৷ হোম থেকে অন্তত কুড়িটি শিশুকে উদ্ধার করে সেফ হোমে পাঠানো হয়েছে৷
advertisement
তদন্তকারীদের অনুমান, প্রশাসনের তরফে যে শিশুদের হোমে পাঠানো হত, তার বাইরেও অনেক শিশুকে সেখানে নিয়ে এসে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হত৷ শুধু তাই নয়, দত্তক দেওয়ার জন্য শিশুগুলির প্রয়োজনীয় জন্মের শংসাপত্রও হাওড়া পুরসভা থেকে সহজেই বের করে ফেলতেন গীতশ্রী৷ কারণ গীতশ্রীর শাশুড়ি হাওড়া পুরসভার ডেপুটি মেয়র ছিলেন৷ পুলিশ নিশ্চিত, হোমের কর্মীরাও শিশু পাচার সম্পর্কে অবহিত ছিল৷ এমন কি, হোমের ভিতরে নিয়মিত শিশুদের উপরে যৌন নির্যাতন চালানোরও অভিযোগ উঠেছে৷ নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, অভিযুক্ত যেই হোন না কেন, তাঁদের বিরুদ্ধে আইন মেেন কঠোর ব্যবস্থাই নেওয়া হবে৷
advertisement
এ দিন অভিযুক্তদের হাওড়া আদালতে পেশ করে পুলিশ৷ তাঁদের বিরুদ্ধে পকসো আইন সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে৷ ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত৷
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Howrah: হোমের আড়ালেই শিশু পাচারের কারবার, হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের বৌমা সহ ধৃত ৯
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement