Gang Rape: মুখে ঢুকিয়ে দেওয়া কাপড়, পাশে মদের বোতল, আখের ক্ষেতের ভিতরের মেয়েটির যা অবস্থা

Last Updated:
Gang Rape: নাবালিকার শরীরের যা হাল, ক্ষোভে ফুটছে গোটা গ্রাম৷
1/4
#পিলভিট: উত্তরপ্রদেশের পিলভিটের (Pilibhit) বরখেড়া ক্ষেত্রে শনিবার অনেক রাতে এক নাবালিকার শব উদ্ধার হয়৷ তাঁর মৃতদেহ আখের ক্ষেত থেকে উদ্ধার করা হয়৷ ১৬ বছরের কিশোরী টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল৷ অনেক রাত অবধি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু হয়৷
#পিলভিট: উত্তরপ্রদেশের পিলভিটের (Pilibhit) বরখেড়া ক্ষেত্রে শনিবার অনেক রাতে এক নাবালিকার শব উদ্ধার হয়৷ তাঁর মৃতদেহ আখের ক্ষেত থেকে উদ্ধার করা হয়৷ ১৬ বছরের কিশোরী টিউশন পড়তে বাড়ি থেকে বেরিয়েছিল৷ অনেক রাত অবধি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু হয়৷
2/4
পরিবারের লোকজন শিশুর শবদেহ বাড়ির ৫০০ মিটার দূরে উদ্ধার হয়৷ মেয়েটির মুখে কাপড় পুরে দেওয়া ছিল৷ তার কাছে মদের বোতলও ছিল৷ আনন-ফানন পুলিশ (Police) এর সম্পর্কে সূচনা দেয়৷
পরিবারের লোকজন শিশুর শবদেহ বাড়ির ৫০০ মিটার দূরে উদ্ধার হয়৷ মেয়েটির মুখে কাপড় পুরে দেওয়া ছিল৷ তার কাছে মদের বোতলও ছিল৷ আনন-ফানন পুলিশ (Police) এর সম্পর্কে সূচনা দেয়৷
3/4
শবদেহ দেখে পুলিশের ধারণা বাচ্চাটির সঙ্গে গ্যাংরেপ করে হত্যা করা হয়েছে৷ এসপি দীনেশ কুমারের কথায় ফরেন্সিক দলের সঙ্গে সঙ্গে চার দল মামলার তদন্ত করে দেখছে৷ ছোট ছোট জ্ঞাতব্য দেখে বিষয়টির গভীর তদন্ত করা হয়েছে৷
শবদেহ দেখে পুলিশের ধারণা বাচ্চাটির সঙ্গে গ্যাংরেপ করে হত্যা করা হয়েছে৷ এসপি দীনেশ কুমারের কথায় ফরেন্সিক দলের সঙ্গে সঙ্গে চার দল মামলার তদন্ত করে দেখছে৷ ছোট ছোট জ্ঞাতব্য দেখে বিষয়টির গভীর তদন্ত করা হয়েছে৷
4/4
গোটা গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে৷ গ্রামে আতঙ্কের মহল ছিল৷ গ্রামের মানুষ কিশোরীর এই মর্মান্তিক হত্যায় রাগে ফুঁসছে৷ পুরো গ্রামই এখন কার্যত পুলিশ ছাউনিতে পরিণত হয়েছে৷ কিশোরীর পোস্টমর্টেম তিন চিকিৎসকের নেতৃত্বাধীন দল করিয়েছে৷ পুরো পোস্টমর্টেম ভিডিওগ্রাফি করা হয়েছে৷
গোটা গ্রামে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে৷ গ্রামে আতঙ্কের মহল ছিল৷ গ্রামের মানুষ কিশোরীর এই মর্মান্তিক হত্যায় রাগে ফুঁসছে৷ পুরো গ্রামই এখন কার্যত পুলিশ ছাউনিতে পরিণত হয়েছে৷ কিশোরীর পোস্টমর্টেম তিন চিকিৎসকের নেতৃত্বাধীন দল করিয়েছে৷ পুরো পোস্টমর্টেম ভিডিওগ্রাফি করা হয়েছে৷