মুম্বই: করোনা সংক্রমণের দেশে বাড়ছে মৃত্যুর মিছিল। পাল্লা দিয়ে পড়ছে অর্থনীতি। বাজারের লেনদেন পুরোপুরি বন্ধ। এই সুযোগে ভারতের বৃহত্তম গৃহঋণ প্রদানকারী ব্যাঙ্ক এইচডিএফসি-র বিপুল অঙ্কের শেয়ার কিনে নিল এইচডিএফসি ব্যাঙ্ক। এই মুহূর্তে চিনের এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। কারণ সমস্ত বিশ্বই যখন করোনার সঙ্গে লড়লেও, প্ৰধান দুই অর্থনৈতিক প্রতিপক্ষ চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র তখন করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত। এই অবস্থায় এই শেয়ার কিনে বিশ্বকে আর্থিক সক্ষমতা বোঝাতে চাইল চিন , এমনটাই মত আর্থিক বিশেষজ্ঞদের।
প্রসঙ্গত এদিনই ভারত থেকে করোনা লড়াইয়ের অস্ত্র হাইড্রোক্লোরোকুইন চিনে পৌঁছেছে। এই সময়েই এইচডিএফসি ব্যাঙ্ক বিবৃতি দিয়ে জানিয়েছে চিনের শেয়ার কেনার অঙ্কটা। চিনের পিপলস ব্যাঙ্ক মার্চে মাসে চলতি ত্রৈমাসিকের জন্যে কিনেছে ১ কোটি ৭৫ লক্ষ শেয়ার।
করোনার ধাক্কায় এইচডিএফসি ব্যাঙ্কের স্টক মুখ থুবড়ে করে গত মাসেই। এই সময় বাজারে পঁচিশ শতাংশ শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয় ব্যাঙ্ক। এই সময়েই ডিসেম্বর-ত্রৈমাসিকে এই শেয়ার কিনে নেয় পিপলস ব্যাঙ্ক অফ চিন।
এইচডিএফসি ব্যাঙ্কের সিইও কেকি মিস্ত্রি সংবাদমাধ্যম মানিকন্ট্রোলকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ২০১৯ সাল থেকেই .০৮ শতাংশের মালিক ছিল এই চিনা সংস্থা। বর্তমানে তাঁদের শেয়ার হয়ে দাঁড়াল ১.১ শতাংশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus