Coochbehar News: পরিকাঠামো থাকলেও চিকিৎসকের অভাবে স্বাস্থ্য কেন্দ্র পরিণত হয়েছে পোড়ো বাড়িতে

Last Updated:

স্বাস্থ্য কেন্দ্রটি কোনদিনই সঠিকভাবে চলেনি বলে অভিযোগ স্থানীয়দের। আগে মাসে এক থেকে দু'বার খোলা হত। এখানে নির্দিষ্ট কোন‌ও স্টাফ‌ও নেই। অন্য হেলথ সেন্টার থেকে স্বাস্থ্যকর্মীরা এসে এখানে ক্যাম্প করেন। কিন্তু অনেকদিন তাঁরা না আসায় দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে হেলথ সেন্টারটি।

অবহেলায় ধুঁকছে হেলথ সেন্টার! সমস্যায় এলাকাবাসীরা! দ্রুত সমস্যা সমাধানের আর্জি
অবহেলায় ধুঁকছে হেলথ সেন্টার! সমস্যায় এলাকাবাসীরা! দ্রুত সমস্যা সমাধানের আর্জি
কোচবিহার: দিনের পর দিন বন্ধ অবস্থায় পড়ে আছে হেলথ সেন্টার। আগাছায় ভরে গিয়েছে চারিপাশ। তবু এই বিষয়ে হেলদোল নেই প্রশাসনিক মহলের। পোয়াতুর কুঠি এলাকার সরকারি স্বাস্থ্য কেন্দ্রের এমনই করুন দশা।
এই স্বাস্থ্য কেন্দ্রটি কোনদিনই সঠিক ভাবে চলেনি বলে অভিযোগ স্থানীয়দের। আগে মাসে এক থেকে দু'বার খোলা হত। এখানে নির্দিষ্ট কোন‌ও স্টাফ‌ও নেই। অন্য হেলথ সেন্টার থেকে স্বাস্থ্যকর্মীরা এসে এখানে ক্যাম্প করেন। কিন্তু অনেকদিন তাঁরা না আসায় দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে আছে হেলথ সেন্টারটি।
advertisement
advertisement
এই এলাকায় ছিটমহলের বাসিন্দাদের বসবাস। তাঁরা এই পোয়াতুর কুঠি স্বাস্থ্য কেন্দ্র থেকেই পরিষেবা পান। কিন্তু প্রশাসনিক অবহেলায় এই মানুষগুলো শুধু বঞ্চিত হচ্ছেন না, কার্যত বিপদের মুখে দাঁড়িয়ে আছেন। বর্তমানে হেলথ সেন্টারটিকে দেখলে ভুতুড়ে বাড়ি বলে মনে হবে।
এই পরিস্থিতিতে যে কোন‌ও সমস্যায় এখানকার মানুষকে ছুটতে হচ্ছে দূরের বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বা দিনহাটা মহকুমা হাসপাতালে। এলাকার মানুষের দাবি, পোয়াতুর কুঠি হেল্প সেন্টারে পরিকাঠামো পর্যাপ্ত আছে। কিন্তু স্থায়ী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ না করাতেই এই সমস্যা তৈরি হয়েছে। পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করে দ্রুত এই সমস্যা সমাধানের দাবি তুলেছে এলাকার মানুষ।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Coochbehar News: পরিকাঠামো থাকলেও চিকিৎসকের অভাবে স্বাস্থ্য কেন্দ্র পরিণত হয়েছে পোড়ো বাড়িতে
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement