Cooch Behar News: আবর্জনার পাহাড় এলাকায়! সমস্যায় স্থানীয় মানুষজন, নীরব প্রশাসন
- Published by:Ananya Chakraborty
Last Updated:
মাথাভাঙ্গা এক নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। এমনকি গ্রাম পঞ্চায়েত দফতরের ঢিল ছোড়া দূরত্বেও জমে রয়েছে আবর্জনার স্তূপ।
#মাথাভাঙ্গা: মাথাভাঙ্গা এক নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যত্রতত্র ফেলা হচ্ছে আবর্জনা। এমনকি গ্রাম পঞ্চায়েত দফতরের ঢিল ছোড়া দূরত্বেও জমে রয়েছে আবর্জনার স্তূপ। আর এর জেরেই স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠিতে শুরু করেছে। দৃশ্য দূষণের পাশাপাশি ছড়াচ্ছে খারাপ দুর্গন্ধ।
গোপালপুর বাজারের নোংরা আবর্জনা ফেলার জন্য নেই কোন স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড নেই। যার ফলে বাজার সহ গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে জমে থাকছে যাবতীয় আবর্জনার স্তুপ। ফলে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠছেন এলাকাবাসীদের অধিকাংশ। এমনকি এই নোংরা আবর্জনার স্তুপে মাঝে মাঝে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। এর ফলে সেখান থেকে যে ধোঁয়া এলাকাতে ছড়িয়েছে তার কারণে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন অনেকে বলে অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েত দফতরে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ মালদা থেকে পায়ে হেঁটে যাত্রা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীর
গ্রাম পঞ্চায়েতের সামনেই রয়েছে স্কুল, ব্যাঙ্ক এবং গ্রন্থাগার। প্রতিদিন স্কুল পড়ুয়া থেকে শুরু করে পথচারীদের মুখে রুমাল চাপা দিয়ে চলতে হচ্ছে। দীর্ঘদিন ধরে সেখানে আবর্জনা জমে থাকায় পচা দুর্গন্ধ ছড়াচ্ছে বলে পথচারীদের একাংশের অভিযোগ। গোপালপুর বাজার এলাকার বাইরে একটি ডাম্পিং গ্রাউন্ড এর দাবি জানিয়েছেন এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা থেকে সাধারন মানুষের অনেকে। এই বিষয়ে বাজারের এক ব্যবসায়ী মৃদুল বর্মন বলেন, ”ডাম্পিং গ্রাউন্ড না থাকায় আবর্জনা যেখানে সেখানে জমে থাকছে। আমরা চাই বাজার এলাকার বাইরে একটি নির্দিষ্ট জায়গায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা হোক।” এছাড়াও স্কুল পড়ুয়া কনিকা বর্মণ বলেন, "এই রাস্তা দিয়ে প্রতিদিন আমাদের স্কুলে যেতে হয়। এত গন্ধ যে, এই এলাকা পার হওয়ার সময়ে দম বন্ধ করে যাই আমরা।"
advertisement
বাজার কমিটির এক সদস্য জানান, "আমরা চাই দ্রুত ডাম্পিং গ্রাউন্ড তৈরির উদ্যোগ গ্রহন করুক এলাকার স্থানীয় প্রশাসন।" তবে এই বিষয়ে মাথাভাঙ্গা এক নং ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান মালতি বর্মণ বলেন, "ডাম্পিং গ্রাউন্ডের জন্য জমির খোঁজ চলছে। একটি জমি পাওয়া গিয়েছে। যত দ্রুত সম্ভব জমি নির্ধারণ করে সমস্যা সমাধান করা হবে।"
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
First Published :
August 24, 2022 10:53 AM IST
