Cooch Behar news: বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল বাস, হঠাৎ এ কী ঘটল! কারণ খুঁজে বেড়াচ্ছে পুলিশ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Cooch Behar news: কী করে বাসস্ট্যান্ডের ভেতর দাঁড়িয়ে থাকা একটি বাসের মধ্যে আগুন লাগার ঘটনা ঘটল! সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই চিন্তা শুরু হয়েছে উচ্চ পদস্থ আধিকারিকদের মধ্যে।
কোচবিহার: আচমকাই কোচবিহার সদর শহরের সরকারি বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের মধ্যে আগুন লেগে যায়। গোটা ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বাসস্ট্যান্ডের কর্মীদের মধ্যে। অগ্নি সংযোগের কারণে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় গোটা বাস। দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় কোচবিহার দমকল বাহিনীর একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে বাসে আগুন লাগল কীভাবে, তা এখনও জানা যায়নি।
তবে খবর পাওয়ার পর উচ্চ পদস্থ আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছন। এবং গোটা বিষয়টি তাঁরা নিজেরাও পরিদর্শন করে খতিয়ে দেখেন। নিউ সরকারি বাসস্ট্যান্ডের মেকানিক্যাল ইনচার্জ অজিত কুমার বেদী ঘটনাটি নিয়ে বলেন, "বাসটি মাথাভাঙা থেকে ফেরত আসার পর সম্পূর্ণ চেকআপ করা হয়েছিল। তখন কোনও বিষয়ে সমস্যা দেখা যায়নি। তারপর বাসটিকে নিজের জায়গায় রাখা হয়। পরের দিন এই বাসটি মেখলিগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। আচমকা এই অগ্নি সংযোগের ঘটনা ঘটে বাসের মধ্যে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়েছে। তবে অগ্নি সংযোগের আসল কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। গোটা বিষয়টি নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।"
advertisement
advertisement
তবে কী করে বাসস্ট্যান্ডের ভেতর দাঁড়িয়ে থাকা একটি বাসের মধ্যে আগুন লাগার ঘটনা ঘটল! সেই বিষয় নিয়ে ইতিমধ্যেই চিন্তা শুরু হয়েছে উচ্চ পদস্থ আধিকারিকদের মধ্যে। অগ্নিসংযোগের বিষয় নিয়ে ইতিমধ্যেই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন উচ্চপদস্থ আধিকারিকেরা।
advertisement
তবে দাঁড়িয়ে থাকা একটি বাসের মধ্যে আচমকাই অগ্নি সংযোগের কারণে বাসস্ট্যান্ডের ভেতরে থাকা কর্মীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমান সময়ে সমস্ত বাস সঠিকভাবে চেকআপ করে দেখা হচ্ছে। তবে একটি বাস বাসস্ট্যান্ডে আসার এতটা সময় পরে কী করে অগ্নি সংযোগের ঘটনা ঘটল, সেই বিষয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই। তবে গোটা বিষয় নিয়ে তৎপরতার সঙ্গে অগ্নি সংযোগের আসল কারণ খোঁজার চেষ্টা করছেন সকলে।
advertisement
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 11:13 PM IST
