New Labour Code: নতুন শ্রম বিধিতে স্যালারিতে কেমন প্রভাব পড়বে? হাতে বেশি টাকা আসবে না কম...থাকল ব্যাখ্যা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বর্তমানে কোনও ব্যক্তির বেসিক স্যালারির ১২% তাঁর পিএফ-এর জন্য কাটা হয়৷ গ্র্যাচুইটির ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট নিয়ম৷
গত ২১ নভেম্বর, ২০২৫ থেকে শ্রম আইনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার৷ পুরনো ২৯টি আইন বাতিল করে নিয়ে আসা হয়েছে চারটি শ্রম বিধি বা লেবার কোড৷ নতুন শ্রম বিধিতে কেন্দ্রীয় শ্রম মন্ত্রক শ্রমিকদের সম বেতন, স্বাস্থ্য পরীক্ষার সুবিধা, স্থায়ী ও অস্থায়ী কর্মীদের সামাজিক সুরক্ষা, গ্র্যাচুইটি, পিএফ নিশ্চিত করার কথা বলেছে৷
advertisement
advertisement
advertisement
advertisement
এখানে মনে রাখতে হবে, পিএফ এবং গ্র্যাচুইটি দুই-ই নির্ধারিত হয় সংশ্লিষ্ট ব্যক্তির বেসিক স্যালারির উপরে৷ নতুন শ্রম বিধি অনুযায়ী, CTC-র ভাগের মধ্যে কারও যদি বেসিক স্যালারি আগে কম থাকে, এবং নতুন নিয়ম চালু হওয়ার পরে বাড়িয়ে মোট বেতনের ৫০% করা হয়, তাহলে তার পিএফ পিছু টাকাও বেশি কাটা হবে৷ গ্র্যাচুইটির টাকাও৷
advertisement
advertisement
advertisement






