IND vs SA : লজ্জায় মুখ লুকোতে হবে গম্ভীরদের! ভারতের বিরুদ্ধে যা করতে পারেনি কোনও দল, দক্ষিণ আফ্রিকা সেটাই করবে!

Last Updated:

Ind vs Sa : ভারতের ব্যাটিং সোমবার আরও একটি বড় পতনের মুখে পড়ল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের খুব কাছে টিম ইন্ডিয়া।

News18
News18
গুয়াহাটি : ভারতের ব্যাটিং সোমবার আরও একটি বড় পতনের মুখে পড়ল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের খুব কাছে টিম ইন্ডিয়া।
হোম টিম প্রথম ইনিংসে মাত্র ২০১ রানে অলআউট! মার্কো জানসেনের চমৎকার ৬ উইকেট, তাও আবার ৪৮ রান দিয়ে। ৬ ফুট ৮ ইঞ্চি লম্বা পেসার, যিনি দ্বিতীয় দিনেই পিচ থেকে অসাধারণ বাউন্স আদায় করলেন। নিজের উচ্চতার ব্যবহার করলেন। ভারতীয় ব্যাটসম্যানরা তাঁকে সামলাতে পারলেন না।
ফাইনাল টেস্টের তৃতীয় দিনের খেলার শেষে দক্ষিণ আফ্রিকা ২৬ রানে এখনও কোনও উইকেট হারায়নি। লিড ৩১৪ রানের। ভারতের পতন ৯৫/১ থেকে ১২২/৭-এ। যশস্বী জয়সওয়াল (৫৮) এবং কে এল রাহুল (২২)। সাই সুদর্শন, ধ্রুব জুরেল এবং অধিনায়ক ঋষভ পন্থ খারাপ শট খেলে আউট। ওয়াশিংটন সুন্দর (৪৮) এবং কুলদীপ যাদব (১৯ রান ১৩৪ বলে) কিছুটা প্রতিরোধ গড়ল। তাঁরা ৬২ রান যোগ করলেও লাভ হল না তেমন।
advertisement
advertisement
ভারত ঘরের মাঠে এখনও পর্যন্ত দুবার হোয়াইটওয়াশের শিকার হয়েছে। টম ল্যাথামের নিউজিল্যান্ডের বিরুদ্ধে। আরেকবার হোয়াইটওয়াশ হয়েছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯৯৯-২০০০ সালে। ভারত একবার ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ‘গোল্ডেন জুবিলি’ একটেস্টের হোম ট্যুরে হেরেছিল, যা প্রযুক্তিগতভাবে সিরিজ হিসেবে গণ্য হবে না।
তাই, যদি দক্ষিণ আফ্রিকা মঙ্গলবার ভারতকে হারায়, তারা প্রথম সফরকারী দল হয়ে যাবে যা ভারতের বিরুদ্ধে দুইটি সিরিজে হোয়াইটওয়াশ করেছে। গম্ভীরও ভারতীয় ক্রিকেট ইতিহাসে প্রথম পুরুষ হেড কোচ হবেন, যিনি কেবল এক নয়, বরং তিনটি হোয়াইটওয়াশের মধ্যে দুইটি দেখেছেন।
advertisement
আরও পড়ুন- এবার গম্ভীরের সমালোচনায় সরব রবি শাস্ত্রী, বর্তমানকে বড় কথা বলে দিলেন প্রাক্তন কোচ
তাদের টেস্ট যাত্রার প্রথম বছরগুলোতে, ভারত কোনোভাবেই একটি প্রাধান্যশীল দল ছিল না, কিন্তু তারা জানত কিভাবে নিজেদের টিকিয়ে রাখতে হয়, বিশাল ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে বিশ্বের সেরা অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে। বর্তমান দল একটি নতুন নিম্নমুখী পথে যাচ্ছে, যদি না কোনো অলৌকিক ঘটনা তাদের রক্ষা করে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs SA : লজ্জায় মুখ লুকোতে হবে গম্ভীরদের! ভারতের বিরুদ্ধে যা করতে পারেনি কোনও দল, দক্ষিণ আফ্রিকা সেটাই করবে!
Next Article
advertisement
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! তাঁর পাসপোর্ট 'অবৈধ' ঘোষণা করল কর্তৃপক্ষ
‘অরুণাচল চিনের অংশ'! সাংহাই বিমানবন্দরে আটকে রাখা হল ভারতীয় মহিলাকে! পাসপোর্ট 'অবৈধ'
  • এক ভারতীয় মহিলাকে সাংহাই বিমানবন্দরে ১৮ ঘণ্টা আটকে রাখা হয়, কারণ তাঁর পাসপোর্টকে অবৈধ বলা হয়.

  • চিনা কর্তৃপক্ষ দাবি করে, মহিলার জন্মস্থান অরুণাচল প্রদেশ চিনের ভূখণ্ড, তাই তাঁর পাসপোর্ট গ্রহণযোগ্য নয়.

  • মহিলা অভিযোগ করেন, তাঁকে নতুন টিকিট কিনতে বাধ্য করা হয় এবং ভারতীয় কনসুলেটের সহায়তায় তিনি শহর ছাড়েন.

VIEW MORE
advertisement
advertisement