৮২ নং ওয়ার্ডে আজ উপনির্বাচন, ভোটের লড়াইয়ে ফিরহাদ হাকিম

Last Updated:
#কলকাতা: কলকাতা পুরসভার ৮২ নং ওয়ার্ডে আজ উপনির্বাচন ৷ ভোটের লড়াইয়ে মুখোমুখি তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম, বিজেপি প্রার্থী জীবনকুমার সেন, কংগ্রেস প্রার্থী অনিমেষ ভট্টাচার্য এবং সিপিআই প্রার্থী শিশির দত্ত ৷ সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকেল ৩টে পর্যন্ত।
রবিবারের উপনির্বাচনের আগে হাইকোর্টের রায়ে বাড়তি অক্সিজেন পেলেন ফিরহাদ হাকিম ৷ কাউন্সিলার না হওয়া সত্ত্বেও ফিরহাদ হাকিমকে মেয়র পদে বসানোর জন্য পুর আইনে সংশোধনী এনেছিল রাজ্য সরকার ৷ সেই সংশোধনীকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন ৭৫ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলার বিলকিস বেগম ৷ সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্ট রায় দেয়, পুর-আইনে রাজ্যের আনা সংশোধনীর সঙ্গে সাংবিধানিক কোনও বিরোধ নেই। তাই আদালত সেখানে হস্তক্ষেপ করবে না।
advertisement
advertisement
উপনির্বাচন উপলক্ষ্যে শুক্রবার বিকেল পর্যন্ত চলে প্রচারপর্ব ৷ তৃণমূলপ্রার্থী তথা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে নির্বাচনী প্রচারে সামিল হয়েছিলেন দমকলমন্ত্রী সুজিত বসু, ডেপুটি মেয়র অতীন ঘোষ, বিধায়ক তথা মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ ৷ ফিরহাদ হাকিমের পাশাপাশি ওয়ার্ডে রোড শো করে নির্বাচনী প্রচার সারেন সিপিআই প্রার্থী শিশির দত্ত এবং বিজেপি প্রার্থী জীবনকুমার সেনও ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
৮২ নং ওয়ার্ডে আজ উপনির্বাচন, ভোটের লড়াইয়ে ফিরহাদ হাকিম
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement