Jandhan অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন তো ? না হলে লোকসান হবে ১.৩০ লক্ষ টাকার

Last Updated:

দেরি না করে আজই লিঙ্ক করিয়ে নিন আধারের সঙ্গে জনধন অ্যাকাউন্ট ৷

#নয়াদিল্লি: জনধন অ্যাকাউন্ট (JanDhan Bank Account) খুলে থাকলে আজই আধার নম্বরের সঙ্গে লিঙ্ক (Link Aadhar with Jan Dhan) করিয়ে নিন ৷ আধারের সঙ্গে লিঙ্ক না করানো থাকলে এই অ্যাকাউন্টের একাধিক সুবিধা আটকে দেওয়া হবে ৷ জনধন একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ৷ জনধন অ্যাকাউন্টে গ্রাহকদের ওভারড্রাফ্ট ও রুপে কার্ড-সহ একাধিক বিশেষ পরিষেবা দেওয়া হয়ে থাকে ৷ তবে আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে পড়তে হতে পারে বড় সমস্যায় ৷
লিঙ্ক না হওয়ায় হতে পারে ১.৩০ লক্ষ টাকার লোকসান
জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের (JanDhan Bank Account)  রুপে ডেবিট কার্ড দেওয়া হয় ৷ এই কার্ডে ১ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স দেওয়া হয় গ্রাহকদের ৷ কিন্তু আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না করানো থাকলে এই সুবিধা মিলবে না ৷ ফলে লোকসান হবে ১ লক্ষ টাকার ৷ এর পাশাপাশি এই অ্যাকাউন্টে পেয়ে যাবেন ৩০,০০০ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার ৷ একই ভাবে আধার লিঙ্কড না থাকলে মিলবে না এই বেনিফিট ৷ তাই দেরি না করে আজই লিঙ্ক করিয়ে নিন আধারের সঙ্গে জনধন অ্যাকাউন্ট ৷
advertisement
advertisement
১. ব্যাঙ্কে গিয়ে লিঙ্ক করানো যেতে পারে-
-- ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারবেন
-- ব্যাঙ্কে আধার কার্ডের ফটো কপি ও পাসবুক নিয়ে যেতে হবে
২. এসএমএস-এর মাধ্যমে
--বেশ কিছু ব্যাঙ্ক এখন মেসেজের মাধ্যমে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে থাকে
advertisement
-- স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ বক্সে গিয়ে UID

৩. এটিএম-এর মাধ্যমে
এর পাশাপাশি আপনার নিকটবর্তী এটিএম থেকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন ৷ মনে রাখবেন ব্যাঙ্কে এবং আধারে আলাদা আলাদা মোবাইল নম্বর দেওয়া থাকলে লিঙ্ক করা যাবে না ৷
advertisement
কীভাবে খুলবেন জনধন অ্যাকাউন্ট (JanDhan Bank Account) 
নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে সহজেই জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এর জন্য ব্যাঙ্কে একটি ফর্ম ফিলআপ করতে হবে ৷ নাম, মোবাইল নম্বর, ব্যাঙ্ক শাখার নাম, আবেদনকারীর নাম, ঠিকানা, নমিনি, বার্ষিক আয় ইত্যাদি তথ্য দিতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Jandhan অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন তো ? না হলে লোকসান হবে ১.৩০ লক্ষ টাকার
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement