হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
Jandhan অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন তো ? না হলে হতে পারে বড় লোকসান

Jandhan অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছেন তো ? না হলে লোকসান হবে ১.৩০ লক্ষ টাকার

দেরি না করে আজই লিঙ্ক করিয়ে নিন আধারের সঙ্গে জনধন অ্যাকাউন্ট ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: জনধন অ্যাকাউন্ট (JanDhan Bank Account) খুলে থাকলে আজই আধার নম্বরের সঙ্গে লিঙ্ক (Link Aadhar with Jan Dhan) করিয়ে নিন ৷ আধারের সঙ্গে লিঙ্ক না করানো থাকলে এই অ্যাকাউন্টের একাধিক সুবিধা আটকে দেওয়া হবে ৷ জনধন একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ৷ জনধন অ্যাকাউন্টে গ্রাহকদের ওভারড্রাফ্ট ও রুপে কার্ড-সহ একাধিক বিশেষ পরিষেবা দেওয়া হয়ে থাকে ৷ তবে আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে পড়তে হতে পারে বড় সমস্যায় ৷

আরও পড়ুন: সুখবর! ৬.৪৭ কোটি PF অ্যাকাউন্টে চলে এসেছে সুদের টাকা, এই ভাবে চেক করে নিন আপনার ব্যালেন্স

লিঙ্ক না হওয়ায় হতে পারে ১.৩০ লক্ষ টাকার লোকসান

জনধন অ্যাকাউন্ট হোল্ডারদের (JanDhan Bank Account)  রুপে ডেবিট কার্ড দেওয়া হয় ৷ এই কার্ডে ১ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স দেওয়া হয় গ্রাহকদের ৷ কিন্তু আধারের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক না করানো থাকলে এই সুবিধা মিলবে না ৷ ফলে লোকসান হবে ১ লক্ষ টাকার ৷ এর পাশাপাশি এই অ্যাকাউন্টে পেয়ে যাবেন ৩০,০০০ টাকার অ্যাক্সিডেন্টাল ডেথ ইনস্যুরেন্স কভার ৷ একই ভাবে আধার লিঙ্কড না থাকলে মিলবে না এই বেনিফিট ৷ তাই দেরি না করে আজই লিঙ্ক করিয়ে নিন আধারের সঙ্গে জনধন অ্যাকাউন্ট ৷

আরও পড়ুন: এসবিআই না পোস্ট অফিস, জেনে নিন কোথায় বিনিয়োগ করলে পাওয়া যাবে ভালো রিটার্ন!

১. ব্যাঙ্কে গিয়ে লিঙ্ক করানো যেতে পারে--- ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে পারবেন-- ব্যাঙ্কে আধার কার্ডের ফটো কপি ও পাসবুক নিয়ে যেতে হবে

২. এসএমএস-এর মাধ্যমে

--বেশ কিছু ব্যাঙ্ক এখন মেসেজের মাধ্যমে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে থাকে-- স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে মেসেজ বক্সে গিয়ে UID<SPACE>আধার নম্বর<SPACE>অ্যাকাউন্ট নম্বর লিখে 567676 নম্বরে মেসেজ পাঠাতে হবে

৩. এটিএম-এর মাধ্যমে

এর পাশাপাশি আপনার নিকটবর্তী এটিএম থেকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে পারবেন ৷ মনে রাখবেন ব্যাঙ্কে এবং আধারে আলাদা আলাদা মোবাইল নম্বর দেওয়া থাকলে লিঙ্ক করা যাবে না ৷

আরও পড়ুন: আজ অক্ষয় নবমী: শুভ এই দিনটিকে আমলা নবমীও বলা হয়, জানুন পৌরণিক উপাখ্যান

কীভাবে খুলবেন জনধন অ্যাকাউন্ট (JanDhan Bank Account) 

নিকটবর্তী ব্যাঙ্কে গিয়ে সহজেই জনধন অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ এর জন্য ব্যাঙ্কে একটি ফর্ম ফিলআপ করতে হবে ৷ নাম, মোবাইল নম্বর, ব্যাঙ্ক শাখার নাম, আবেদনকারীর নাম, ঠিকানা, নমিনি, বার্ষিক আয় ইত্যাদি তথ্য দিতে হবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Jandhan Account, Link aadhaar with jandhan