Loan Interest Rates: সামান্য সুদে পেয়ে যাবেন মোটা টাকা লোন! শুধু মানতে হবে একটি শর্ত
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Loan Interest Rates: ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যেই খুব সহজে ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন ।
উত্তর দিনাজপুর: আপনার বাড়িতে কি গরু-ছাগল ,মহিষ কিংবা হাঁস মুরগি বা শুকর রয়েছে। এই পশুগুলোর মধ্যে যে কোনও পশু থাকলেই আপনিও পেয়ে যাবে একেবারে সামান্য সুদে লোন।
পশু পালন করলেই এবার কৃষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে পেয়ে যাবেন লোন। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দফতরের উদ্যোগে যে কোন পশু পালন করলেই পশুপালকরা পেয়ে যাবেন অতি অল্প সুদে দুই লক্ষ টাকারও বেশি লোন। ভেটেরিনারি অফিসার ড: কয়েল চৌধুরী জানান, যে কোনও প্রাণী পালক কিংবা যারা দুগ্ধ সংস্থায় দুধ সরবরাহ করে, অথবা যাদের জমি কিংবা খামার রয়েছে তারা প্রত্যেকেই ঝামেলা ছাড়াই অল্প সময়ের মধ্যেই খুব সহজে ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন ।
advertisement
আরও পড়ুন: সোনা কেনার সময় সাবধান ! আজকাল এভাবে ঠকাচ্ছে জুয়েলার্সরা, আপনি শুধু এই টিপসগুলো মাথায় রাখুন
advertisement
দুটা গরুর জন্য -৮১,৫২০ টাকা, ১০ টি ছাগলের জন্য-২৩,৯০০ টাকা, ১০০০ টি মুরগির জন্য ২,২০,০০০ টাকা, এবং ৪ টি শুকরের জন্য ৬৫,০০০ টাকা, ও হাঁসের বাচ্চার জন্য ৯৩৫৫০ টাকা লোন পাওয়া যাবে।
advertisement
এই লোনগুলি নিলে সাধারণ সুদের হার ৭ শতাংশ কিন্তু সময়মত শোধ করলে তিন শতাংশ হারে সুদ ধার্য্য হয়।এই লোনগুলো পেতে হলে আপনাকে প্রাণিসম্পদ বিকাশ বিভাগ, কিংবা গ্রামীণ ব্যাংক অথবা সমবায় ব্যাংকে যোগাযোগ করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই নিজের জমির এবং নিজের পরিচয় এর জন্য প্রমাণপত্র। ব্যাংকের পাস বইয়ের জেরক্স কপি, দু কপি ফটো, প্যান কার্ড এই সমস্ত জিনিসগুলো সঙ্গে নিয়ে যেতে হবে।
advertisement
পিয়া গুপ্তা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2025 3:46 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Loan Interest Rates: সামান্য সুদে পেয়ে যাবেন মোটা টাকা লোন! শুধু মানতে হবে একটি শর্ত