Gold Buying Tips: সোনা কেনার সময় সাবধান ! আপনি শুধু এই টিপসগুলো মাথায় রাখুন, না হলে ঠকে যেতে পারেন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Gold Buying Tips: সমস্যায় পড়েছেন ক্রেতারা। কবে দাম বাড়ল, কবে কমল, না জেনে সোনা কিনতে গেলে মুশকিল।
advertisement
সমস্যায় পড়েছেন ক্রেতারা। কবে দাম বাড়ল, কবে কমল, না জেনে সোনা কিনতে গেলে মুশকিল। অনেকেই অভিযোগ করছেন, জুয়েলার্সরা দাম বেশি নিচ্ছে। আগেভাগে অর্ডার দেওয়া থাকলেও লাভ হচ্ছে না। কেন? ক্রেতাদের দাবি, ডেলিভারির দিন যদি সোনার দাম বেশি থাকে, তাহলে সেই দিনেরই দাম ধরা হচ্ছে। তাই দোকানে যাওয়ার আগে দাম জেনে রাখা খুব জরুরি। তাহলে আর কেউ ঠকাতে পারবে না।
advertisement
advertisement
advertisement
advertisement
রুপোর বাজার কিছুটা স্থিতিশীল। দামে খুব বেশি হেরফের হয়নি। বিয়ের মরশুমে রুপো কিনতে গিয়ে খুব একটা সমস্যায় পড়তে হবে না মধ্যবিত্তকে। কলকাতায় গতকালের তুলনায় রুপোর দাম বেড়েছে ১টাকা। ১ গ্রাম রুপোর দাম যাচ্ছে ৯৯.৫০ টাকা। গতকাল ছিল ৯৮.৫০ টাকা। ১০ গ্রাম রুপো বিক্রি হচ্ছে ৯৯৫ টাকায়। গতকাল দাম ছিল ৯৮৫ টাকা। মানে ১০ টাকা দাম বেড়েছে। ১০০ গ্রাম রুপোর দাম দাঁড়িয়েছে ৯,৯৫০ টাকা। গতকাল দাম ছিল ৯,৮৫০ টাকা। আর ১ কেজি রুপোর দাম ৯৯,৫০০ টাকা। গতকাল দাম ছিল ৯৮,৫০০ টাকা।