হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
SIP না কি FD, কোথায় করবেন বিনিয়োগ! যাচাই করে নিন ক্যালকুলেটরে!

SIP না কি FD, কোথায় করবেন বিনিয়োগ! যাচাই করে নিন ক্যালকুলেটরে!

কোনও প্রকল্পে বিনিয়োগ করার দেখে নিতে হবে তার আর্থিক নিরাপত্তা কতখানি বা রিটার্ন কতটা হতে পারে।

  • Share this:

কলকাতা: জীবনে আর্থিক পরিকল্পনা করতে গেলে নিজের সঞ্চয় এবং বিনিয়োগের বিষয়ে স্পষ্ট ধারণা রাখা প্রয়োজন। কোথায় বিনিয়োগ করবেন, কী ভাবে বিনিয়োগ করবেন, এই বিষয়গুলি বেশ জটিল বলে মনে হতে পারে। আসলে বিনিয়োগ করার ক্ষেত্রে দু’টি জিনিস আগে থেকে ভেবে নিতে হবে—

কতটা ঝুঁকি নেওয়া সম্ভব হবে এবং আর্থিক লক্ষ্যটা ঠিক কী!

কোনও প্রকল্পে বিনিয়োগ করার আগে দেখে নিতে হবে তার আর্থিক নিরাপত্তা কতখানি বা রিটার্ন কতটা হতে পারে। ফিক্সড ডিপোজিট বা এসআইপি মিউচুয়াল ফান্ড হল দু’টি বিনিয়োগ-সহ সঞ্চয় প্রকল্প যা কোনও ব্যক্তির আর্থিক লক্ষ্য এবং ঝুঁকির ক্ষমতার উপর নির্ভর করে বেছে নেওয়া যেতে পারে।

আরও পড়ুন: নববর্ষের তিন মাস পর আবার নতুন বছর! জেনে নিন কেন এই নিয়ম

ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত—

এটি এমন একটি সঞ্চয় প্রকল্প যা সমস্ত প্রথমসারির ব্যাঙ্ক ও নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলির কাছে পাওয়া যায়। ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানত রাখা যেতে পারে। সাধারণত এতে এককালীন বিনিয়োগ করতে হয়। বাৎসরিক সুদ পাওয়া যায়।

যাঁরা কম ঝুঁকি নিতে চান তাঁদের জন্য এফডি-ই আদর্শ।

আরও পড়ুন: সরকারি স্কিমে বিনিয়োগ করতে চাইছেন? কোন কোন স্কিমে মিলছে উচ্চ সুদের হার? জেনে নিন

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি—

এটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পদ্ধতি। এতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হয়। বিনিয়োগকৃত অর্থ মিউচুয়াল ফান্ডের বিভিন্ন সম্পদ শ্রেণিতে ব্যবহৃত হয়। এখানে বিনিয়োগ ব্যবস্থাপক পোর্টফোলিও পরিচালনা করেন। তবে এতে বাজারগত ঝুঁকি থাকে।

যাঁরা বিনিয়োগে যাত্রা শুরু করছেন, তাঁদের জন্য আদর্শ হল এসআইপি। দীর্ঘমেয়াদে উচ্চ রিটার্ন উপার্জন করতে চাইলেও এই পথ বেছে নেওয়া যেতে পারে।

তবে যে কোনও পথেই বিনিয়োগ করা হোক না কেন, সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাল ভাবে সব দিক পরীক্ষা করে দেখা দরকার। সেজন্য কাজে লাগতে পারে অনলাইন ক্যালকুলেটর। ফিক্সড ডিপোজিট এবং এসআইপি— উভয় ক্ষেত্রেই ক্যালকুলেটর ব্যবহার করা যেতে পারে। উভয় ক্যালকুলেটরে রিটার্নের হার লিখতে হবে, এই হার আলাদা।

ফিক্সড ডিপোজিটে সুদের হার ব্যাঙ্ক নির্দিষ্ট করে। এসআইপি-র ক্ষেত্রে রিটার্নের হার জানতে গেলে বাজার বিশ্লেষণ করে অনুমান করতে হবে।

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Fixed Deposit, SIP