Unknown Facts: ট্রেনের কামরার পিছনে কেন X চিহ্ন থাকে? জেনে নিন এই অজানা তথ্য
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ট্রেনের কামরার পিছনে লেখা থাকা X চিহ্ন ৷ কখনও ভেবে দেখেছেন এর মানে কী ?
কলকাতা: ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বড় রেল পরিষেবা ৷ প্রতিদিন দেশের প্রায় কোটি কোটি মানুষ ট্রেনে যাত্রা করে ৷ কিন্তু এই রেলওয়ে পরিষেবার সঙ্গে যুক্ত একাধিক তথ্য রয়েছে যা বেশির ভাগ মানুষই জানেন না ৷ এরকম অনেক কিছু রয়েছে যা ট্রেনে যাত্রা করার সময় চোখে পড়লেও তার কারণ বুঝে উঠতে পারি না ৷ এর একটি খুব ছোট উধারণ হচ্ছে ট্রেনের কামরার পিছনে লেখা থাকা X চিহ্ন ৷ কখনও ভেবে দেখেছেন এর মানে কী ?
রেলের নিয়ম অনুযায়ী, ট্রেনের কামরার পিছনের কামরায় সব সময় X চিহ্ন থাকে ৷ এর অর্থাৎ এটা ট্রেনের শেষ কামরা ৷ এর জেরে স্টেশন মাস্টার ও অন্য রেল আধিকারিকদের অনেকটাই সুবিধা হয় ৷ এই চিহ্নের জেরে তিনি শুধুমাত্র এই চিহ্নের মাধ্যমে নিশ্চিত হন যে ট্রেনটি পুরোপুরি প্ল্যাটফর্ম হয়ে গেছে এবং কোনও কোচ বাকি নেই। সম্পূর্ণ ট্রেনটিই চলছে তা নিশ্চিত করতেই এই চিহ্ন ব্যবহার করা হয়।
advertisement
advertisement
জেনে নি আরও অন্যান্য কিছু তথ্য -
ট্রেনের অ্যালার্ম চেল কানেকশন ট্রেনের মুখ্য ব্রেক পাইপের সঙ্গে থাকে ৷ এই পাইপগুলির মধ্যে হাওয়ার প্রেসার থাকে যা ট্রেনে চলার জন্য সাহায্য করে ৷ চেন টানলেই পাইপের প্রেসার রিলিজ হয়ে যায় এবং ট্রেনের গতি আসতে হয়ে যায় ৷ এরপরও লোকো পাইলট চাইলে ট্রেন চালিয়ে নিয়ে যেতে পারে ৷ তবে সে ক্ষেত্রে তদন্তের সামনে পড়তে হতে পারে লোকো পাইলটকে ৷
advertisement
কী করে জানবেন কোথায় ট্রেনের চেন টানা হয়েছে ?
এটা জানার দুটি উপায় রয়েছে ৷ প্রত্যেক কোচের বাইরে একটি অ্যালার্ম লাইট লাগানো থাকে ৷ এর মাধ্যমে রেল পুলিশ জানতে পারবে কোন কোচ থেকে চেন পুলিং করা হয়েছে ৷ দ্বিতীয় উপায় হচ্ছে যে কোচ থেকে চেন টানা হয় সেই কামরার ব্রেকের প্রেসার রিলিজ হয়ে যায় ৷ এর মাধ্যমে জানা যাবে যে কোন কোচ থেকে চেন টানা হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 08, 2023 2:35 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Unknown Facts: ট্রেনের কামরার পিছনে কেন X চিহ্ন থাকে? জেনে নিন এই অজানা তথ্য