Petrol Diesel Prices : হোলির দিন অনেকটাই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের, দেখে নিন কলকাতায় কত হল
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
দেখে নিন আজ বিভিন্ন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম -
advertisement
সরকারি তেল সংস্থা অনুযায়ী, গাজিয়াবাদে পেট্রোল ৩৫ প.সা বেড়ে ৯৬.৫৮ টাকা প্রতি লিটার হয়েছে ৷ ডিজেল ৩৩ পয়সা বেড়ে প্রতি লিটারে ৮৯.৭৫ টাকা হয়েছে ৷ গুরুগ্রামে এদিন পেট্রোল ২৬ পয়সা সস্তা হয়ে লিটার প্রতি ৯৬.৮৪ টাকা হয়েছে ৷ ডিজেল ২৪ সস্তা হয়ে ৮৯.৭২ টাকা হয়েছে ৷ রাজস্থানের রাজধানী জয়পুরে পেট্রোলের দাম ১.৩১ টাকা বেড়ে প্রতি লিটারে ১০৯.৩৯ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম ১.১৯ টাকা বেড়ে প্রতি লিটারে ৯৪.৫৫ টাকা হয়েছে ৷
advertisement
advertisement
advertisement