Budget 2025: ‘ক্যাপেক্স’ কী? ‘ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট’ কাকে বলে? বাজেট দেখতে বসার আগে এই ২৫টি শব্দের অর্থ জেনে রাখুন
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
Budget 2025: AF বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হল এক অর্থবর্ষে সরকারের আয় এবং ব্যায়ের সংক্ষিপ্ত বিবরণ।
রাত পোহালেই বাজেট। অর্থ মন্ত্রকে ব্যস্ততা তুঙ্গে। প্রস্তুত আমজনতাও। তবে বাজেট দেখতে বসার আগে কিছু বিশেষ শব্দের সঙ্গে পরিচিত হওয়া জরুরি। নাহলে বুঝতে অসুবিধা হবে। বাজেটের অনেক কিছুই ধোঁয়াশা থেকে যাবে।
অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট: AF বা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হল এক অর্থবর্ষে সরকারের আয় এবং ব্যায়ের সংক্ষিপ্ত বিবরণ।
বাজেট এস্টিমেট: প্রত্যাশিত ব্যয়ের রূপরেখা। বিভিন্ন খাতে কত টাকা বরাদ্দ হবে, সেই প্রস্তাবই বাজেট এস্টিমেট।
advertisement
ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপেক্স: ক্যাপেক্স অর্থাৎ মূলধনী ব্যয়। এটা সেই অর্থ, যা সরকার রাস্তা, সেতু, হাসপাতাল বা অন্যান্য খাতে বিনিয়োগ করে, যাতে দেশের অর্থনীতি এগিয়ে যায়।
advertisement
ক্যাপিটাল রিসিট: এটা সরকারের প্রাপ্ত অর্থ। ঋণ, সম্পদ বিক্রি করে বা ইক্যুইটিতে বিনিয়োগ থেকে এই টাকা সরকারের ঘরে আসে।
সেস: সেস এক ধরণের শুল্ক। একে উপকরও বলা হয়। কারণ এটা অতিরিক্ত কর, যা শিক্ষা ও স্বাস্থ্যের মতো নির্দিষ্ট খাতে ব্যবহারের জন্য নেওয়া হয়। এটি মোট করের উপর ধার্য করা হয়।
advertisement
কনসোলিডেট ফান্ড: এই ফান্ডে সরকারের আয়, ঋণ এবং অন্যান্য উৎস থেকে আসা টাকা জমা হয়। এখান থেকেই বেশিরভাগ সরকারি ব্যয় পরিচালিত হয়।
কন্টিজেন্সি ফান্ড: জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য এই ফান্ড তৈরি করা হয়েছে।
advertisement
ডিরেক্ট ট্যাক্স: এই কর সরাসরি জনগণের কাছ থেকে নেওয়া হয়। যেমন আয়কর, কর্পোরেট কর।
ডাইভেস্টমেন্ট: যখন সরকার তার মালিকানাধীন কোম্পানি বা সম্পত্তির কিছু অংশ বিক্রি করে, তাকে ডাইভেস্টমেন্ট বলে।
ইকোনমিক সার্ভে: বাজেট ঘোষণার আগে প্রকাশ করা হয়। এতে দেশের আর্থিক পরিস্থিতি ও ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে ধারণা দেওয়া হয়।
advertisement
ফাইন্যান্স বিল: ফাইন্যান্স বিল হল সরকারি প্রস্তাব। এতে কর সংক্রান্ত নিয়ম পরিবর্তন, নতুন কর চালু বা পুরোনো কর বজায় রাখা ইত্যাদি জানানো হয়।
ফিসক্যাল ডেফিসিট: সরকার যে টাকা আয় করে, তার চেয়ে বেশি খরচ করলে রাজস্ব ঘাটতি হয়। এই ঘাটতি মেটানোর জন্য সাধারণত ঋণ নেয় সরকার। এটি দেশের জিডিপি-এর সঙ্গে তুলনা করে গণনা করা হয়।
advertisement
ফিসক্যাল পলিসি: সরকারের আয়-ব্যয়ের পরিকল্পনা, যার মাধ্যমে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করা হয়।
ইনডায়রেক্ট ট্যাক্স: এই কর জনগণের আয়ের ওপর বসে না, বরং পণ্য ও পরিষেবার দামের সঙ্গে যুক্ত থাকে। যেমন জিএসটি, ভ্যাট, কাস্টমস শুল্ক ইত্যাদি।
মুদ্রাস্ফীতি: যখন জিনিসপত্রের দাম বেড়ে যায় কিন্তু মানুষের ক্রয়ক্ষমতা কমে যায়।
নিউ ট্যাক্স রিজিম: ২০২২ সাল থেকে নতুন কর কাঠামো চালু করা হয়েছে। ২০২৩-২৪ সাল থেকে এটাই মূল কর ব্যবস্থা, তবে পুরোনো কর ব্যবস্থাও বিকল্প হিসেবে চালু রয়েছে।
advertisement
ওল্ড ট্যাক্স রিজিম: পুরনো কর ব্যবস্থা। এতে চারটি ট্যাক্স স্ল্যাব রয়েছে। ১০ লাখ টাকার বেশি আয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হয়।
পাবলিক অ্যাকাউন্ট: এতে সরকার শুধু মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে, যেমন রাজ্য বা কেন্দ্রের পক্ষ থেকে সংগৃহীত তহবিল সংরক্ষণ করা।
রিবেট: করদাতাদের করের পরিমাণ কমানোর সুযোগ, যাতে তাদের ওপর বাড়তি চাপ না পড়ে।
রেভেনিউ ডেফিসিট: যখন সরকারের আয় কম হয় কিন্তু খরচ বেশি হয়, তখন রেভেনিউ ডেফিসিট বা রাজস্ব ঘাটতি হয়।
রেভেনিউ এক্সপেন্ডিচার: সরকারের দৈনন্দিন ব্যয়। যেমন সরকারি কর্মীদের বেতন, ভাতা, ভর্তুকি এবং ঋণের সুদ দেওয়া।
রেভেনিউ রিসিট: সরকার যে অর্থ আয় করে, যেমন কর, জরিমানা ও পরিষেবা থেকে পাওয়া টাকা, সেটাই রাজস্ব আয়।
টিডিএস: কিছু নির্দিষ্ট পণ্য বা পরিষেবা বিক্রির সময় বিক্রেতা ক্রেতার কাছ থেকে কর কেটে রাখে এবং পরে তা সরকারের কাছে জমা দেয়।
ট্যাক্স ডিডাকশন: এর মাধ্যমে করযোগ্য আয়ের পরিমাণ কমানো যায়, ফলে করের বোঝা কমে।
ট্যাক্স সারচার্জ: যাদের বার্ষিক আয় ৫০ লাখ টাকার বেশি, তাদের ওপর অতিরিক্ত কর বসানো হয়। যেমন ৩০ শতাংশ করের ওপর ১০ শতাংশ সারচার্জ বসালে মোট করের হার দাঁড়াবে ৩৩ শতাংশ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 31, 2025 7:22 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2025: ‘ক্যাপেক্স’ কী? ‘ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট’ কাকে বলে? বাজেট দেখতে বসার আগে এই ২৫টি শব্দের অর্থ জেনে রাখুন