Budget 2025 Live: কেন্দ্রীয় বাজেটের জন্য মুখিয়ে রয়েছে গোটা দেশ। আসলে একাধিক সেক্টরে উল্লেখযোগ্য কী কী সংস্কার হতে চলেছে, সেটার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন জনসাধারণ। ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নিজের অষ্টম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেট থেকে আমজনতার প্রত্যাশা অনেক বেশি। অনেক ক্ষেত্রেই আমূল সংস্কার চাইছে শিল্প মহল। আয়কর ছাড়ের আশায় বুক বাঁধছে মুদ্রাস্ফীতিতে নাজেহাল মধ্যবিত্ত। উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের দিকে তাকিয়ে যুবসমাজ। ১ ফেব্রুয়ারি বিশেষজ্ঞরা মনে করছেন, বড় ঘোষণা আসতে চলেছে। আয়কর ছাড়, ক্যাপেক্স বৃদ্ধি, জিএসটি রেশনালাইজেশন-সহ বেশ কিছু ক্ষেত্রে চাহিদা পূরণ হতে পারে।
আয়করে বড় ঘোষণা কেন্দ্রেক। বার্ষিক ১২ লাখ রোজগারে ট্যাক্সে ছাড় বাজেটে। স্ল্যাব বেঁধেই ঘোষণা নির্মলার। কর কাঠামোর সরলীকরণে আগামী সপ্তাহে সংসদে সংশোধনী বিলের পর মিলবে সম্পূর্ণ দিশা। টিডিএসে প্রবীনদের অনেকটাই স্বস্তি। বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগেও ছাড়ে ৷
বার্ষিক ১২ লক্ষ টাকা আয় পর্যন্ত করশূন্য ৷ বছরে ২৪ লাখের বেশি আয়ে ৩০ শতাংশ আয়কর ৷ নতুন কর কাঠামোয় বাড়ল স্ট্যান্ডার্ড ডিডাকশন ৷
জল জীবন মিশনের সময়সীমা বাড়ল ৷
হোম স্টে-তে মুদ্রা ঋণ ৷
প্রযুক্তি গবেষণায় ১০ হাজার ফেলোশিপ ৷
পর্যটনে উৎসাহ দিতে নতুন প্যাকেজ ৷
রফতানি বাড়াতে নতুন বোর্ড ৷
আগামী সপ্তাহে নতুন আয়কর বিল ৷
বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ ৷
বাজেটে আর্থিক ঘাটতি ৪.৮০ শতাংশ ৷
পটনায় নতুন পরিবেশ বান্ধব বিমানবন্দর ৷
৩৬টি ক্যান্সারের ওষুধে পুরো শুল্ক প্রত্যাহার ৷
আয়কর কাটছাঁটের জোরাল দাবির মধ্যেই কৌশলী কেন্দ্র।নির্মলার বাজেটে ইনকাম ট্যাক্সে নেই কোনও ঘোষণা। আগামী সপ্তাহে সংসদে সংশোধনী বিল। অর্থমন্ত্রীর ঘোষণায় মধ্যবিত্তের হাতে পেনসিল। বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়েও সিঁদুরে মেঘ।
মহাকুম্ভের বিপর্যয়ে আলোচনার দাবি বিরোধীদের। লাগাতার হট্টগোলের মধ্যেই লোকসভায় আয়ব্যায়ের খতিয়ান পেশ নির্মলার। বিকশিত ভারতের বার্তা দিয়েই পাঁচ বছরের রূপরেখার চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর।
পরমাণু শক্তি উৎপাদনে বেসরকারি সাহায্য ৷ বাড়ি বাড়ি পরমাণু শক্তি পৌঁছনো লক্ষ্য ৷
ভোটের বিহারে কল্পতরু কেন্দ্র। বছর শেষে নির্মলার বাজেটে নীতীশের রাজ্যে ঢালাও যোজনা-বরাদ্দ। অত্যাধুনিক গ্রিনফিল্ড এয়ারপোর্ট থেকে কোসি নদীর সংযুক্তিকরণ। মাখনা চাষে গতি আনতে বিশেষ বোর্ড। শিক্ষাক্ষেত্রেও জাতীয়স্তরের ইনস্টিটিউটের ঘোষণা।
থমকে থাকা অর্থনীতিকে চাঙ্গার দাওয়াই। ক্ষুদ্র-মাঝারি শিল্পেই নজর নির্মলার। মাইক্রো ক্রেডিট কার্ডে ঋণের সুবিধা বৃদ্ধির পাশাপাশি স্মলস্কেলে রফতানি বাড়ানোর টার্গেট। অসমে নতুন সার কারখানার সহ পূর্বাঞ্চলে আরও ৩ কেন্দ্রের ঘোষণা। চর্মশিল্পে ২২ লক্ষ নতুন কর্মসংস্থানের টার্গেট।
নির্মলার বাজেটে কৃষি উন্নয়নে নজর। কিষান ক্রেডিট কার্ডে ঋণের সীমা তিন থেকে বেড়ে পাঁচ লাখ। ১০০ জেলায় ধনধান্য যোজনার আওতায় ১ কোটি ৭০ লক্ষ কৃষক। ৬ বছরে ডাল চাষে আত্মনির্ভরতার টার্গেট। ভোজ্য তেলেও স্বাবলম্বনের লক্ষ্য। গ্রামাঞ্চলে শস্য মজুত, তলো উৎপাদনেও জোর।
আর্থিক বৃদ্ধিতে বিশ্বে প্রথম সারিতে দেশ। জিডিপির হারে ধাক্কার শঙ্কা খারিজ করেই দাবি অর্থমন্ত্রীর। বিকশিত ভারত দারিদ্র শূন্য। স্বাস্থ্য, শিক্ষা, মহিলা, কৃষক।আত্মনির্ভরতার ভারতের স্লোগানেই বাজেটে চতুর্মুখী দাওয়াইয়ে জোর সীতারমণের।
এক বছরে মেডিক্যাল কলেজে ১০ হাজার আসন বৃদ্ধি ৷ আগামী ৫ বছরে মেডিক্যালে ৭৫ হাজার আসন বৃদ্ধি ৷ সব সরকারি হাসপাতালে ক্যানসার রিসার্চ সেন্টার ৷
বাজেটে পণ্য রফতানিতে আরও বেশি জোর ৷ চর্মশিল্পে ২২ লক্ষ নতুন কর্ম সংস্থান ৷ IIT-র পরিকাঠামোয় বাড়তি বিনিয়োগ ৷ IIT-র সম্প্রসারণে জোর ৷ মৎস্যজীবীদের জন্য বিশেষ ইকোনমিক জোন ৷ বিশেষ ইকোনমিক জোন আন্দামান, লাক্ষাদ্বীপে ৷
বিহারে তৈরি হবে মাখানা বোর্ড ৷ তুলো উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্য ৷ ক্ষুদ্র শিল্পে রফতানি বাড়ানোই লক্ষ্য ৷ ভুদ্র ও মাঝারি শিল্পে আরও ঋনের সুবিধা ৷ কিষান ক্রেডিট কার্ডের লিমিট ৩ লক্ষ থেকে বেড়ে ৫ লক্ষ টাকা হবে ৷
কৃষির উন্নয়নেই গ্রামের উন্নয়ন ৷ ৬ বছরে ডাল চাষে আত্মনির্ভর ভারত ৷ কৃষি উন্নতিতে ১০০ জেলায় ধনধান্য যোজনা ৷ এই প্রকল্পে ১ কোটি ৭০ লক্ষ যুবক উপকৃত হবেন ৷
কর ব্যবস্থা, শক্তি, নগরোন্নয়ন, কৃষিক্ষেত্রের মতো ৬ জায়গায় সংস্কার ৷ রাজ্যের সঙ্গে হাত মিলিয়ে উন্নয়নে কাজ করবে কেন্দ্র ৷ ক্ষুদ্র শিল্প থেকে রফতানি বাড়ানোই আমাদের উদ্দেশ্য ৷ আমাদের কাছে আগামী ৫ বছর উন্নয়নের সুযোগ রয়েছে : নির্মলা