মা পরিচারিকা, বাবা বিক্রি করতেন ডাবের জল! ছেলের অভিনীত ছবি এবার অস্কারের শর্টলিস্টে
- Published by:Tias Banerjee
Last Updated:
অস্কার শর্টলিস্টিংয়ের খবর পেয়ে বিশাল জেঠওয়া জানান, এই খবর পেয়ে তিনি প্রথমে মাকে ফোন করেন এবং এটা তাঁর জীবনের একটি অত্যন্ত সম্মানজনক মুহূর্ত ছিল। তাঁর দীর্ঘদিনের সংগ্রাম, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম এই আন্তর্জাতিক স্বীকৃতির দিকে নিয়ে গেছে।
advertisement
advertisement
রানি মুখোপাধ্যায়ের দাপুটে অভিনয়ের পাশেই রক্তজল করা চোখে তাকিয়ে ২৫ বছর বয়সে নজর কেড়ে নিয়েছিলেন বিশাল জেঠওয়া। তাঁর অভিনয়ে অস্বস্তি ছিল, ছিল ভয়—আর ছিল এক ধরনের বাস্তব নিষ্ঠুরতা। ছোটপর্দা থেকে বড়পর্দায় পৌঁছনোর এই যাত্রা সহজ ছিল না বিশালের কাছে। একের পর এক ধাপ পেরিয়ে ধীরে ধীরে বলিউডে নিজের জায়গা পাকা করছেন তিনি।
advertisement
অস্কার ২০২৫-এর দৌড়ে আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য ভারত থেকে মোট ২৪টি ছবি মনোনীত হয়। তার মধ্য থেকে নির্বাচিত হয় ঈশান খট্টর ও জাহ্নবী কপূর অভিনীত ছবি ‘হোমবাউন্ড’। বিশ্বজুড়ে সিনেপ্রেমীদের নজর কেড়ে নেয় ছবিটি। ঈশান-জাহ্নবীর পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশাল জেঠওয়া। ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘হোমবাউন্ড’-এর প্রিমিয়ার হয়। কানের রেড কার্পেটে সহ-অভিনেতাদের সঙ্গে পা মিলিয়ে হাঁটেন বিশালও।
advertisement
advertisement
নিজে যে ছবিতে অভিনয় করেছেন, সেই ছবি কানে প্রদর্শিত হওয়া—এই প্রাপ্তিই ছিল বড়। কিন্তু বিশালের কাছে তার চেয়েও বড় পাওনা ছিল প্রথমবার মাকে সঙ্গে নিয়ে বিমানের বিজ়নেস ক্লাসে বিদেশ সফর। কারণ তাঁদের পরিবারের কাছে একসময় বিদেশ যাওয়া ছিল ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো। সেই স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন বিশাল।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
‘মহারানা প্রতাপ’ ধারাবাহিকে আকবর চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান বিশাল। পরে ‘দিয়া অউর বাতি হাম’, ‘পেশওয়া বাজিরাও’-এর মতো ধারাবাহিকেও কাজ করেন। বড়পর্দায় তাঁর অভিষেক হয় ‘মর্দানী ২’-এর মাধ্যমে। এর পর কাজল অভিনীত ‘সালাম ভেঙ্কি’, সলমন খান-ক্যাটরিনা কাইফের ‘টাইগার ৩’-এ দেখা যায় তাঁকে। যদিও ‘মর্দানী ২’-এর পর প্রত্যাশা থাকলেও খুব বেশি ছবিতে দেখা যায়নি তাঁকে।
advertisement
২০২২ সালে ওয়েব সিরিজ় ‘হিউম্যান’-এর মাধ্যমে কামব্যাক করেন বিশাল। নিজেকে আরও প্রস্তুত করে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন। শুরুতে ওটিটিতে কাজ নিয়ে অনীহা থাকলেও পরে সেই ভাবনা বদলান তিনি। ৩১ বছর বয়সি বিশালের এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং ভারতের সিনেমা শিল্পের জন্যও এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন, যা আগামী অস্কার মরসুমে আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।






