Christmas Celebration: পার্ক রোড নাকি পার্কস্ট্রিট ধরতেই পারবেন না, ভোলবদল আলিপুরদুয়ারের! ক্রিসমাসে জমাটি আয়োজন

Last Updated:
Alipurduar Christmas Celebration: বড়দিনের আনন্দে ভেসেছে আলিপুরদুয়ার শহর। জেলা প্রশাসনের পার্ক স্ট্রিটের আদলেই সাজিয়ে তোলা হয়েছে আলিপুরদুয়ার পার্ক রোডকে।
1/5
আলিপুরদুয়ার, অনন্যা দে: বড়দিনের আনন্দে ভেসেছে আলিপুরদুয়ার শহর।জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বড়দিন উপলক্ষে সান্তা ফিয়েস্তা উৎসব। দুদিন চলবে উৎসব।পার্ক স্ট্রিটের আদলেই সাজিয়ে তোলা হয়েছে আলিপুরদুয়ার পার্ক রোডকে।
বড়দিনের আনন্দে ভেসেছে আলিপুরদুয়ার শহর। জেলা প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে বড়দিন উপলক্ষে সান্তা ফিয়েস্তা উৎসব। দুদিন চলবে উৎসব। পার্ক স্ট্রিটের আদলেই সাজিয়ে তোলা হয়েছে আলিপুরদুয়ার পার্ক রোডকে। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
2/5
গত বছর থেকে বড়দিন উপলক্ষে এই অনুষ্ঠান শুরু হয়েছিল। গতবার ব্যাপক জনপ্রিয়তা পায় এই অনুষ্ঠানটি। আলিপুরদুয়ার শহর তো রয়েছে, পাশাপাশি বিভিন্ন ব্লকের যুবক, যুবতীরা এদিন ভিড় জমিয়েছিলেন আলিপুরদুয়ার পার্ক রোডে।
গত বছর থেকে বড়দিন উপলক্ষে এই অনুষ্ঠান শুরু হয়েছিল। গতবার ব্যাপক জনপ্রিয়তা পায় এই অনুষ্ঠানটি। আলিপুরদুয়ার শহর তো রয়েছে, পাশাপাশি বিভিন্ন ব্লকের যুবক, যুবতীরা এদিন ভিড় জমিয়েছিলেন আলিপুরদুয়ার পার্ক রোডে।
advertisement
3/5
আলিপুরদুয়ার পার্ক রোডের একপাশজুড়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রোডের অপরপাশ দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এদিন সন্ধ্যায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলাশাসক আর বিমলা।
আলিপুরদুয়ার পার্ক রোডের একপাশজুড়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে। রোডের অপরপাশ দিয়ে যান চলাচল করানো হচ্ছে। এদিন সন্ধ্যায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলাশাসক আর বিমলা।
advertisement
4/5
পার্ক রোড স্থিত পার্কটিতে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুদের নাচ, গান চলছে উৎসব উপলক্ষে। পাশাপাশি কেক সহ নানান খাবার দোকান বসেছে।
পার্ক রোড স্থিত পার্কটিতে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিশুদের নাচ, গান চলছে উৎসব উপলক্ষে। পাশাপাশি কেক সহ নানান খাবার দোকান বসেছে।
advertisement
5/5
আলো, ষ্টার, সান্তাক্লজ সব মিলিয়ে কলকাতার পার্ক স্ট্রিটের আমেজ আলিপুরদুয়ার শহরে। ছোট শিশুরা সান্তাক্লজ সেজে এসেছে তাঁদের অভিভাবকদের সঙ্গে।সারারাত চলবে এই উৎসব বলে জানা যায়। (ছবি ও তথ্য - অনন্যা দে)
আলো, ষ্টার, সান্তাক্লজ সব মিলিয়ে কলকাতার পার্ক স্ট্রিটের আমেজ আলিপুরদুয়ার শহরে। ছোট শিশুরা সান্তাক্লজ সেজে এসেছে তাঁদের অভিভাবকদের সঙ্গে।সারারাত চলবে এই উৎসব বলে জানা যায়। (ছবি ও তথ্য - অনন্যা দে)
advertisement
advertisement
advertisement