New vs Old Tax Regime: বছরে ১৫ লাখ টাকা রোজগার? নতুন না কি পুরনো, কোন কর ব্যবস্থা আপনার জন্য লাভজনক দেখুন

Last Updated:

Union Budget 2025: আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তির আয় এবং বিনিয়োগ বুঝে সিদ্ধান্ত নিতে হবে।

News18
News18
কোনটা ভাল? নতুন কর ব্যবস্থা না কি পুরনো? এই প্রশ্নই ঘুরেফিরে উঠছে বারবার। অনেকেই দ্বিধায়। নতুন কর ব্যবস্থায় ট্যাক্স স্ল্যাবে সুবিধা রয়েছে। কিন্তু পুরনোতে ছাড় বেশি পাওয়া যায়। এই পরিস্থিতিতে কী করা উচিত, বুঝতে পারছেন না অনেকেই।
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তির আয় এবং বিনিয়োগ বুঝে সিদ্ধান্ত নিতে হবে। যদি কোনও করদাতার বার্ষিক আয় ৭.৫ লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে নতুন কর ব্যবস্থাই লাভজনক। কারণ কোনও কর দিতে হবে না। পাশপাশি বিনিয়োগের প্রমাণ জমা দেওয়ার প্রয়োজনও নেই।
কিন্তু যাঁদের বার্ষিক আয় ১৫ লাখ টাকা, তাঁরা কী করবেন? নতুন না কি পুরনো কর ব্যবস্থা, তাঁদের জন্য কোনটা ভাল হবে? এই বিষয়টা একটু জটিল। তবে এখানে সম্পূর্ণ হিসেব দেওয়া হল। করদাতা নিজেই বুঝে নিতে পারবেন, তাঁর জন্য কোনটা ভাল হবে।
advertisement
advertisement
পুরনো কর ব্যবস্থায় কর গণনা: পুরনো কর ব্যবস্থায় বিনিয়োগের উপর বিভিন্ন ছাড়ের সুবিধা পাওয়া যায়।
স্ট্যান্ডার্ড ডিডাকশন মিলবে ৫০ হাজার টাকা।
তাহলে মোট করযোগ্য আয় দাঁড়াল: ১৫,০০,০০০ – ৫০,০০০ = ১৪,৫০,০০০ টাকা।
advertisement
ধারা ৮০সি-এর আওতায় (EPF, PPF, ELSS, NSC, শিশুদের টিউশন ফি) বাবদ ১,৫০,০০০ টাকা ছাড় পাওয়া যায়।
করযোগ্য আয় দাঁড়াচ্ছে: ১৪,৫০,০০০–১,৫০,০০০ = ১৩,০০,০০০ টাকা
NPS-এ বিনিয়োগ করলে (ধারা 80CCD 1B-এর আওতায়) – ৫০ হাজার টাকা ছাড় মিলবে।
করযোগ্য আয় হবে:১৩,০০,০০০ – ৫০,০০০ = ১২,৫০,০০০ টাকা।
হোম লোনের সুদে (ধারা 24B-এর আওতায়) – ২ লাখ টাকা ছাড় মেলে।
advertisement
করযোগ্য আয় দাঁড়ায়: ১২,৫০,০০০ – ২,০০,০০০ = ১০,৫০,০০০ টাকা।
স্বাস্থ্যবিমায় (ধারা 80D-এর আওতায়) বয়স্ক মা-বাবার জন্য ৫০ হাজার টাকা ছাড় পাওয়া যায়।
চূড়ান্ত করযোগ্য আয় দাঁড়াচ্ছে: ১০,৫০,০০০ – ৫০,০০০ = ১০,০০,০০০ টালা।
এই হিসেব অনুযায়ী, পুরনো কর ব্যবস্থায় ওই ব্যক্তিকে ১,১৭,০০০ টাকা কর দিতে হবে।
advertisement
নতুন কর ব্যবস্থায় কর গণনা: নতুন কর কাঠামোয় কোনও ডিডাকশনের সুবিধা মিলবে না,শুধু ৭৫ হাজার টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পাওয়া যাবে।
মোট আয় থেকে ৭৫,০০০ টাকা বাদ দিলে দাঁড়াচ্ছে ১৫,০০,০০০ – ৭৫,০০০ = ১৪,২৫,০০০ টাকা।
এই হিসেবে ১৫ লাখ টাকার বার্ষিক আয়ে নতুন কর কাঠামোতে মোট কর ১,৩০,০০০ টাকা কর দিতে হবে। সোজা কথায়, করদাতা যদি বিনিয়োগের মাধ্যমে ডিডাকশনের সুবিধা নিতে চান, তাহলে পুরনো কর ব্যবস্থাই লাভজনক। কিন্তু বিনিয়োগ না করলে নতুন কর ব্যবস্থায় ভাল।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
New vs Old Tax Regime: বছরে ১৫ লাখ টাকা রোজগার? নতুন না কি পুরনো, কোন কর ব্যবস্থা আপনার জন্য লাভজনক দেখুন
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement