Budget 2025: কোন কোন জিনিসপত্রের দাম বাড়বে? কমবে কোনগুলো? বাজেটের আগে সামনে এল ট্রেন্ড, রইল সম্পূর্ণ তালিকা

Last Updated:

Union Budget 2025: মধ্যবিত্তের চিন্তা গৃহস্থালির জিনিসপত্র নিয়ে। দাম ক্রমশ বাড়ছে। সংসার চালানোই মুশকিল। এই পরিস্থিতিতে বাজেটের পর যদি দৈনন্দিন পণ্যের দাম বাড়ে তাহলে মাথায় হাত পড়ে যাবে। আর কমলে হাসি ফুটবে মুখে।

News18
News18
আর কয়েক ঘণ্টার অপেক্ষা। শনিবার ঠিক সকাল ১১টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ইনকাম ট্যাক্স স্ল্যাবে পরিবর্তন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে। এখন সবার নজর সেদিকেই।
মধ্যবিত্তের চিন্তা গৃহস্থালির জিনিসপত্র নিয়ে। দাম ক্রমশ বাড়ছে। সংসার চালানোই মুশকিল। এই পরিস্থিতিতে বাজেটের পর যদি দৈনন্দিন পণ্যের দাম বাড়ে তাহলে মাথায় হাত পড়ে যাবে। আর কমলে হাসি ফুটবে মুখে।
বাজেটে প্রতি বছরই কিছু খাতে কর বাড়ানো হয়। কিংবা আরোপ করা হয় আমদানি শুল্ক। এতে সেই খাতের পণ্যের দাম বাড়ে। আবার আমদানি শুল্ক কমালে বা তুলে নেওয়া হলে, সেই খাতের পণ্যের দাম কমে যায়।
advertisement
advertisement

এই সব পণ্যের দাম কমতে পারে:

ইলেকট্রনিকস এবং গ্যাজেটস (স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্ট টিভি)-এর যন্ত্রাংশের উপর আমদানি শুল্ক কমানোর সম্ভাবনা রয়েছে। ফলে দাম কমতে পারে।
advertisement
পেট্রোল-ডিজেলের ব্যবহার কমাতে ইলেকট্রিক ভেহিক্যালের প্রচার চলছে। এই ক্ষেত্রে সাবসিডি বা কর ছাড় দেওয়ার আশা করা হচ্ছে।
জীবনদায়ী ওষুধ, বিশেষ করে ক্যানসার এবং বিরল রোগের অষুধে কর ছাড় পাওয়া যেতে পারে, যাতে সেগুলো সহজলভ্য হয়।
টেক্সটাইল এবং গার্মেন্টসের উৎপাদন খরচ কমাতে সরকারি সাহায্যের ঘোষণা হতে পারে।
ইলেকট্রনিক যন্ত্রপাতির ওপর শুল্ক কমালে ওয়াশিং মেশিন, এসি, ফ্রিজের দাম কমার সম্ভাবনা রয়েছে।
advertisement
সোলার প্যানেল এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি পণ্যেও সরকারি ভর্তুকির ঘোষণা হতে পারে, যাতে গ্রিন এনার্জি ব্যবহারে আমজনতাকে উৎসাহিত করা যায়।
হোম লোনে কর সুবিধা বা সুদের হার কমানোর ঘোষণা হতে পারে।

এই সব পণ্যের দাম বাড়তে পারে:

advertisement
বিলাসবহুল পণ্য এবং উন্নত মানের ইলেকট্রনিক পণ্যের উপর জিএসটি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ফলে প্রিমিয়াম পণ্যের দাম বাড়তে পারে।
আমদানি করা গাড়ি, বিশেষ করে বিলাসবহুল এবং উন্নত মানের গাড়ির উপর কাস্টম ডিউটি বাড়ানো হতে পারে।
তামাক এবং সিগারেটের উপর স্বাস্থ্য সুরক্ষার জন্য কর বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
মদ্যপান কমানোর উদ্দেশ্যে পণ্য শুল্ক বাড়ানোর সম্ভাবনা প্রবল।
advertisement
সোনা এবং রূপোর মতো মূল্যবান ধাতুর উপর আমদানি শুল্ক বাড়ানোর ঘোষণা হতে পারে।
বিমামের জ্বালানির উপর কর বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ফলে বিমানের টিকিটের দাম বাড়তে পারে।
মোবাইল রিচার্জ প্ল্যান, ইন্টারনেট ব্যয়বহুল হতে পারে। টেলিযোগাযোগ খাতের বাড়তি খরচের কারণে দাম বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Budget 2025: কোন কোন জিনিসপত্রের দাম বাড়বে? কমবে কোনগুলো? বাজেটের আগে সামনে এল ট্রেন্ড, রইল সম্পূর্ণ তালিকা
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement