Union Budget 2023: বাজেট পড়লেন নির্মলা! নেট দুনিয়ার রঙ্গ-ব্যঙ্গ যদিও নির্মল নয়!
- Published by:Suman Biswas
- trending desk
Last Updated:
Union Budget 2023: সব বাধা হাস্যমুখে পেরিয়ে যেতে তার ভরসা সোশ্যাল মিডিয়া, আর মিম।
নয়াদিল্লি: এ যেন এক উৎসব। বছর পড়তে না পড়তেই শুরু হয়ে গিয়েছিল তোড়জোড়। ফেব্রুয়ারি মাসের একেবারে পয়লা দিনেই সংসদ সরগরম। টকটকে লাল শাড়িতে দেখা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কোভিড পরবর্তী অর্থনীতি নিয়ে একদিকে যেমন চলছে চুলচেরা বিশ্লেষণ, ঠিক তখনই ক্রমাগত মূল্যবৃদ্ধি আম-নাগরিকের নাভিশ্বাস তুলছে। কিন্তু তাতে কী! গত কয়েক বছরে মানুষ সমস্ত পরিস্থিতির সঙ্গে লড়ে যাওয়ার পথ খুঁজে পেয়েছে। সব বাধা হাস্যমুখে পেরিয়ে যেতে তার ভরসা সোশ্যাল মিডিয়া, আর মিম।
কেন্দ্রীয় বাজেটের আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে নানা কিসিমের মিম। যা দেখে হাসির হরার ছুটছে এপাড়া থেকে ওপাড়া। কারণ সেসব মিম শেয়ার হচ্ছে দেদার। রাজ্য বা শহরের বাধা না মেনেই ছড়িয়ে পড়ছে কেন্দ্রীয় বাজেটের জন্য তৈরি নানা মিম।
১ ফেব্রুয়ারি সাত সকালেই ট্যুইটারে ছড়িয়ে পড়ে একদল পঞ্জাবি কিশোরের নাচের ভিডিও। ফিনান্স মিম নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই ভিডিওয় ক্যাপশন হিসেবে লেখা ছিল, আমি প্রচুর পরিশ্রম করে উপার্জনের চেষ্টা করি। আর সে সময় আয়কর—
advertisement
advertisement
আসলে ভিডিওতে দেখা যায় একের পর এক কিশোর নাচতে নাচতে বেরিয়ে আসছে, তারা কেউ আয়কর, কেউ জিএসটি, কেউ আবার কৃষি কল্যাণ সেস।
একটু বেলা বাড়তেই বিবেক গৌতম নামে এক ট্যুইটার ব্যবহারকারী মুন্নাভাই এমবিবিএস-এর একটি ছবি শেয়ার করে বলেন, আমি বাজেটের কিছুই বুঝি না। আমার কমার্স পড়া বন্ধুরা আমায় বুঝিয়ে দেবে।
advertisement
Me working hard to earn some money. Meanwhile taxes:#Budget2023 pic.twitter.com/PUZxfWxQ0h
— Finance Memes (@Qid_Memez) February 1, 2023
*Budget 2023 exists* Me to my commerce friend #Budget2023 pic.twitter.com/Sa05iYPbnC
— Vivek Gautam (@Imvivek04) February 1, 2023
advertisement
Middle Class watching the Budget only for Income Tax Slab announcement.#Budget2023 #NirmalaSitharaman pic.twitter.com/1n3ZnJ8EFH
— Aditya Gupta (@profiledekhlo) February 1, 2023
আসলে ততক্ষণে সংসদে বাজেট ভাষণ পড়তে শুরু করেছেন নির্মলা। একের পর এক ঘোষণার মাঝখানেই নেট দুনিয়ায় চলেছে হাসিতামাশা।
advertisement
এমনকী এই মস্করা থেকে বাদ যায়নি খোদ ট্যুইটারও। একটি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, আজ সারাদিন অর্থনীতিবিদ ও আয়কর বিশেষজ্ঞরা যেভাবে ট্যুইটারে থাকবেন। ছোট্ট ভিডিও ক্লিপে দেখা যায় একের পর এক মানুষ কোনও বাড়ির মেঝে ফুঁড়ে বেরিয়ে আসছেন অবাক হয়ে।
আদিত্য গুপ্তা নামে এক ট্যুইটার ব্যবহারকারী তারক মেহতা কা উল্টা চশমা সিরিজ থেকে জেঠা ভাইয়ের একটি ছবি শেয়ার করেন। জেঠালাল সেখানে একটি ছোট্ট জানলা দিয়ে উদ্গ্রীব হয়ে তাকিয়ে রয়েছেন। ছবির ক্যাপশনে লেখা— মধ্যবিত্ত যেভাবে আয়কর স্ল্যাব সংক্রান্ত ঘোষণার দিকে তাকিয়ে।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 7:16 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: বাজেট পড়লেন নির্মলা! নেট দুনিয়ার রঙ্গ-ব্যঙ্গ যদিও নির্মল নয়!