Union Budget 2023: ভারতীয় রেলে আরও ব্যক্তিগত বিনিয়োগের সুযোগ! বিরাট ইঙ্গিত নির্মলার

Last Updated:

Union Budget 2023: এবার সরকার কেন্দ্রীয় বাজেটে ভারতীয় রেলের জন্য ২.৪০ লক্ষ কোটি টাকার মূলধন বরাদ্দ করেছে।

বিরাট ইঙ্গিত নির্মলার
বিরাট ইঙ্গিত নির্মলার
নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি বুধবারই তিনি সংসদে পেশ করেন ২০২৩-২৪ সালের জন্য রেল বাজেটও। এবার সরকার কেন্দ্রীয় বাজেটে ভারতীয় রেলের জন্য ২.৪০ লক্ষ কোটি টাকার মূলধন বরাদ্দ করেছে।
হিসেব বলছে এটি সর্বোচ্চ ব্যয়, যা ২০১৩-১৪ আর্থিক বছরে করা ব্যয়ের প্রায় নয় গুণ। ২০১৪ সাল পর্যন্ত, ভারতীয় রেলের মূলধন ব্যয় বার্ষিক মাত্র ৪৫,৯৮০ কোটি টাকা ছিল। বর্তমানে সারা দেশে অনেক প্রকল্পের কাজ চলছে। আগামী বছরগুলিতে, এই মূলধন ব্যয় আরও বৃদ্ধি পেতে চলেছে। সরকারের দাবি, এরই সঙ্গে রেল ব্যবস্থা জাতীয় বৃদ্ধির ইঞ্জিন হিসাবে আবির্ভূত হতে পারে।
advertisement
রেলওয়ে পরিকাঠামো খাতে আরও বেসরকারি বিনিয়োগ আসবে বলেই মনে কার হচ্ছে। এজন্য, নতুন প্রতিষ্ঠিত ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স সেক্রেটারিয়েট রেল, রাস্তা, শহুরে পরিকাঠামো এবং বিদ্যুৎ-সহ সমস্ত স্টেকহোল্ডারদের সহায়তা করবে, যা মূলত জনসম্পদের উপর নির্ভরশীল।
advertisement
কোভিড অতিমারী পরবর্তী কালে এবারের বাজেট এমনিতেই গুরুত্বপূর্ণ। সংসদে বাজেট ভাষণ পেশ করার সময় অর্থমন্ত্রী নিজে একে ‘অমৃতকালের প্রথম বাজেট’ বলে উল্লেখ করেছেন। প্রকৃত পক্ষে এটি নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীত্বে দ্বিতীয় দফার সরকারের শেষ পূর্ণ বাজেট। ২০১৬ সাল থেকেই রেলের পৃথক বাজেট পেশ করার রীতি বন্ধ হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারই পৃথক রেল বাজেট পেশ না করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ বারের মতো পৃথক রেল বাজেট পেশ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী সুরেশ প্রভু।
advertisement
এবারের বাজেটে ২.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রেল মন্ত্রকের জন্য।
বাজেটে উঠে এসেছে সেবক-রংপো ব্রড-গেজ রেললাইন প্রকল্পের কথা। এই প্রকল্পের অর্ধেক কাজ হয়ে গিয়েছে। প্রকল্পটি সিকিমকে ভারতীয় রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত করবে। পশ্চিমবঙ্গের সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত ৪৪.৯৬ কিলোমিটার দীর্ঘ এই রেলপথে ৪১.৫৫ কিলোমিটার রেললাইন থাকছে পশ্চিমবঙ্গে। সিকিমে ৩.৪১ কিলোমিটার রেলপথ থাকবে।
advertisement
একই ভাবে কাশ্মীরকে দেশের অন্য অংশের সঙ্গে রেলপথে যুক্ত করার জন্য ইউএসবিআরএল (উধমপুর শ্রীনগর বারামুল্লা রেল লিংক) একটি ব্রড-গেজ রেললাইন নির্মাণের কাজও প্রায় শেষের পথে।
গুজরাতের সুরেন্দ্রনগর এবং রাজকোটের মধ্যে রেলপথ দ্বিগুণ করার কাজও প্রায় শেষ। রেলপথ মন্ত্রকের মতে, ১১৬.১৭ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের কাজ ৯২ শতাংশ সম্পূর্ণ হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: ভারতীয় রেলে আরও ব্যক্তিগত বিনিয়োগের সুযোগ! বিরাট ইঙ্গিত নির্মলার
Next Article
advertisement
West Bengal Weather Update: হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, থাকবে কুয়াশার দাপট, ফের ঠান্ডা বাড়বে কবে? জেনে নিন
হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, কিছুটা বাড়ল তাপমাত্রা, ফের ঠান্ডা বাড়বে কবে?
  • হাড়কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি

  • কিছুটা বাড়ল তাপমাত্রা

  • ফের ঠান্ডা বাড়বে কবে?

VIEW MORE
advertisement
advertisement