Union Budget 2023: বদলে যাবে ট্রেনে যাত্রার অভিজ্ঞতা! রেলের জন্য বিরাট ঘোষণা বাজেটে

Last Updated:

Union Budget 2023: কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, রেলের জন্য ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

রেলের জন্য বিরাট ঘোষণা বাজেটে
রেলের জন্য বিরাট ঘোষণা বাজেটে
নয়া দিল্লি: বাজেটে এদিন রেলের জন্য বিপুল বরাদ্দের ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, রেলের জন্য ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যয় ৬৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি হচ্ছে। আগামী ৩ বছরে সরকার ৭৪০টি একলব্য মডেল স্কুলের জন্য ৩৮,৮০০ জন শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করবে। দেশে ৫০টি নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে।
advertisement
নির্মলা সীতারামন বলেন, মেডিক্যাল রিসার্চে জোর। তৈরি হবে ১৫৭টি নতুন নার্সিং কলেজ। জেলায় জেলায় তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি। এর পাশাপাশি রেলের জন্য ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশে পর্যটন শিল্পের বড় সম্ভাবনা রয়েছে। ৪৪.৬ কোটি মানুষ বিমার আওতায় রয়েছেন। বাজেটে ৭টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে ডিজিটাল ক্ষেত্রে জোর। কৃষিক্ষেত্রে স্টার্টআপ নিয়ে আসার ভাবনা। কমবয়সীদের জন্য কর্মসংস্থান তৈরিতে আরও বেশি নজর দেওয়া হবে।
advertisement
এদিন অর্থমন্ত্রী বলেন, কোভিড মহামারি চলাকালীন আমরা ৮০ কোটি মানুষের জন্য বিনামূল্যে খাদ্য প্রকল্প ঘোষণা করেছি। এর উদ্দেশ্য ছিল কেউ যেন অভুক্ত না থাকে। গোটা বিশ্বে বিভিন্ন চ্যালেঞ্জের সঙ্গে আমরা G20-এর সভাপতিত্ব করার সুযোগ পেয়েছি। বর্তমান আর্থিক বছরের জন্য আমাদের অর্থনীতির বৃদ্ধির হার অনুমান করা হয়েছে ৭ শতাংশ। ভারতীয় অর্থনীতি সঠিক পথে রয়েছে এবং উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: বদলে যাবে ট্রেনে যাত্রার অভিজ্ঞতা! রেলের জন্য বিরাট ঘোষণা বাজেটে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement