কলকাতা: চাকরিজীবীদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও বাজেটে আয়করের ক্ষেত্রে সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
সঞ্চয়ের সুদ থেকে আয়ের উপরেই নির্ভর করেন বহু প্রবীণ এবং অবসরপ্রাপ্ত মানুষ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এতদিন যা ছিল ১৫ লক্ষ টাকা৷ এর ফলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো স্বল্প সঞ্চয় প্রকল্পে আরও বেশি টাকা বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা৷
আরও পড়ুন: 'বার্ষিক ৭ লাখ টাকা আয়ে সম্পূর্ণ কর ছাড়,' বাজেটে বিরাট ঘোষণা নির্মলার
পাশাপাশি মহিলাদের জন্যও নতুন সঞ্চয় প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এই নতুন প্রকল্পে ২ বছরের জন্য এককালীন টাকা রেখে মাসিক সাড়ে ৭ শতাংশ সুদ পাবেন মহিলারা৷ প্রয়োজনে টাকার একাংশ সময়ের আগে তুলেও নেওয়া যাবে৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মহিলা সঞ্চয় প্রকল্প৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।