Union Budget 2023: সিনিয়র সিটিজেন স্কিমে বাড়ল বিনিয়োগের ঊর্ধ্বসীমা, MIS প্রকল্পে রাখা যাবে আরও বেশি টাকা
- Published by:Debamoy Ghosh
Last Updated:
সঞ্চয়ের সুদ থেকে আয়ের উপরেই নির্ভর করেন বহু প্রবীণ এবং অবসরপ্রাপ্ত মানুষ৷
কলকাতা: চাকরিজীবীদের পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্যও বাজেটে আয়করের ক্ষেত্রে সুখবর দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
সঞ্চয়ের সুদ থেকে আয়ের উপরেই নির্ভর করেন বহু প্রবীণ এবং অবসরপ্রাপ্ত মানুষ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রে বিনিয়োগের ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এতদিন যা ছিল ১৫ লক্ষ টাকা৷ এর ফলে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতো স্বল্প সঞ্চয় প্রকল্পে আরও বেশি টাকা বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা৷
advertisement
advertisement
এর পাশাপাশি, এমআইএস প্রকল্পেও টাকা রাখার ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে৷ সিঙ্গল অ্যাকাউন্টের ক্ষেত্রে এই সীমা সাড়ে চার লক্ষ থেকে বাড়িয়ে ৯ লক্ষ করা হয়েছে৷ জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তা বৃদ্ধি করে করা হয়েছে ১৫ লক্ষ টাকা৷ এতদিন যা ছিল ৯ লক্ষ টাকা৷
advertisement
পাশাপাশি মহিলাদের জন্যও নতুন সঞ্চয় প্রকল্পের ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এই নতুন প্রকল্পে ২ বছরের জন্য এককালীন টাকা রেখে মাসিক সাড়ে ৭ শতাংশ সুদ পাবেন মহিলারা৷ প্রয়োজনে টাকার একাংশ সময়ের আগে তুলেও নেওয়া যাবে৷ এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মহিলা সঞ্চয় প্রকল্প৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other India
First Published :
February 01, 2023 2:34 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: সিনিয়র সিটিজেন স্কিমে বাড়ল বিনিয়োগের ঊর্ধ্বসীমা, MIS প্রকল্পে রাখা যাবে আরও বেশি টাকা