Union Budget 2023: একলাফে কমছে দাম স্মার্টফোন, টিভির! বাজেটে বড় চমক নির্মলার
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Union Budget 2023: এদিন আয়করে ছাড়ের পাশাপাশি মোবাইল এবং টিভির জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
নয়া দিল্লি: বাজেটে মধ্যবিত্তের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এদিন আয়করে ছাড়ের পাশাপাশি মোবাইল এবং টিভির জন্য বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বাজেটে পেশের সময়ে অর্থমন্ত্রী বলেন, মোবাইল ফোন এবং টিভির যন্ত্রাংশে শুল্ক কমানো হবে। ফলে টিভি এবং স্মার্টফোনের দাম অনেকটাই কমবে বলে আশা করা যাচ্ছে। নতুন কর কাঠামোতে বার্ষিক ৭ লাখ টাকা আয় পর্যন্ত কোনও কর দিতে হবে না।
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যয় ৬৬ শতাংশ বরাদ্দ বৃদ্ধি হচ্ছে। আগামী ৩ বছরে সরকার ৭৪০টি একলব্য মডেল স্কুলের জন্য ৩৮,৮০০ জন শিক্ষক এবং সহায়ক কর্মী নিয়োগ করবে।দেশে ৫০টি নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে।
advertisement
নির্মলা সীতারামন বলেন, মেডিক্যাল রিসার্চে জোর। তৈরি হবে ১৫৭টি নতুন নার্সিং কলেজ। জেলায় জেলায় তৈরি হবে ডিজিটাল লাইব্রেরি। এর পাশাপাশি রেলের জন্য ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দেশে পর্যটন শিল্পের বড় সম্ভাবনা রয়েছে। ৪৪.৬ কোটি মানুষ বিমার আওতায় রয়েছেন। বাজেটে ৭টি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে ডিজিটাল ক্ষেত্রে জোর। কৃষিক্ষেত্রে স্টার্টআপ নিয়ে আসার ভাবনা। কমবয়সীদের জন্য কর্মসংস্থান তৈরিতে আরও বেশি নজর দেওয়া হবে।
advertisement
অর্থমন্ত্রী বলেন, নতুন কর কাঠামোয় আয়কর ছাড়ের ঊর্ধসীমা বাড়ল। ৭ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে দিতে হবে না কর। নতুন কাঠামোয় ৩ লক্ষ থেকে ৬ লক্ষ টাকা আয়ে ৫ শতাংশ কর। ৯ থেকে ১২ লক্ষ আয়ে ১৫ শতাংশ কর। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০ শতাংশ কর।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 01, 2023 1:20 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2023: একলাফে কমছে দাম স্মার্টফোন, টিভির! বাজেটে বড় চমক নির্মলার