হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
সেনার অস্ত্রসজ্জায় বিপুল বরাদ্দ! বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা

Union Budget 2023: সেনার অস্ত্রসজ্জায় বিপুল বরাদ্দ! বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা

বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা

বাজেটে বড় ঘোষণার সম্ভাবনা

Union Budget 2023: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে একাধিকবার ভারতের উত্তেজনার ঘটনা সামনে এসেছে। ফলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

  • Share this:

নয়া দিল্লি: বাজেটে দেশের সেনাবাহিনীর আধুনিকায়নে উপর সরকারের জোর দেবে বলে আশা করা হচ্ছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের সঙ্গে একাধিকবার ভারতের উত্তেজনার ঘটনা সামনে এসেছে। ফলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

 

জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার এই বাজেটে ভারত ডায়নামিক্স লিমিটেড, হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মতো প্রতিরক্ষা সম্পর্কিত পাবলিক সেক্টর কোম্পানিগুলির জন্য বরাদ্দ বৃদ্ধি হতে পারে। এর প্রভাব এসব কোম্পানির শেয়ারেও পড়তে পারে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক বছরগুলিতে কেন্দ্রীয় সরকার সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের উপর জোর দিচ্ছে। এর পাশাপাশি সরকার উন্নত অস্ত্র ব্যবস্থা, সামরিক সরঞ্জাম এবং অন্যান্য প্রতিরক্ষা সম্পর্কিত পরিকাঠামো উন্নয়নের জন্য আরও তহবিল বরাদ্দের কথা বিবেচনা করছে।

অনেক পিএসইউ সেক্টর প্রতিরক্ষার জন্য আরও তহবিল বরাদ্দ থেকে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে। এই সেক্টরগুলি ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য উন্নত প্রতিরক্ষা অস্ত্র সিস্টেম এবং সামরিক সরঞ্জাম তৈরিতে কাজ করে।

আরও পড়ুন, সকাল থেকেই কলকাতায় শিরশিরে ঠান্ডা ফেরত, রাজ্যে রাজ্যে জারি বৃষ্টির অ্যালার্ট

আরও পড়ুন, ‘আমরা চ্যাম্পিয়ন হয়েছি এখনও বিশ্বাসই হচ্ছে না...’, বললেন ফাইনালের সেরা তিতাস

মানিকন্ট্রোলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এক বিশেষজ্ঞ জানিয়েছেন, চিন-ভারত সীমান্ত সমস্যা পুরোদমে মেটেনি। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। এছাড়াও, পাকিস্তান-চীন মহাসড়কের উপর নজরদারি এবং সম্ভাব্য নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Budget, Budget 2023, Budget expectations, Budget expert opinions, Budget key announcement, Indian Army, Union Budget 2023