Union Budget 2022: জনতার আকাঙক্ষা, বিশেষজ্ঞের বিশ্লেষণ, কেমন হওয়া উচিত এবারের বাজেট?
- Published by:Suman Majumder
Last Updated:
Union Budget 2022: সাধারণ মানুষের যে আশাগুলো থাকতে পারে, সেই সম্পর্কে অর্থনৈতিক বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় তুলে ধরেছেন।
#নয়াদিল্লি: মাত্র ৮ দিন পরেই অর্থাৎ ১ ফেব্রুয়ারি ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) পেশ করতে চলেছেন ইউনিয়ন বাজেট ২০২২-২৩। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে চতুর্থ বার পেশ করতে চলেছেন ইউনিয়ন বাজেট।
করোনা মহামারীর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবের জন্য ইউনিয়ন বাজেট ২০২২-২৩ অনেক গুরুত্বপূর্ণ। ভারতের বিভিন্ন সেক্টরের বিভিন্ন মানুষ আসন্ন ইউনিয়ন বাজেটের দিকে তাকিয়ে রয়েছে। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ওপরে তাদের অনেক আশা রয়েছে।
আরও পড়ুন- আত্মনির্ভর করে তুলুন জীবনসঙ্গীকে, আজই খুলে ফেলুন এই অ্যাকাউন্ট
আসন্ন ইউনিয়ন বাজেটে কেন্দ্রীয় সরকারের ওপরে সাধারণমানুষের যে আশাগুলো থাকতে পারে, সেই সম্পর্কে অর্থনৈতিক বিশেষজ্ঞরা কয়েকটি বিষয় তুলে ধরেছেন। এক নজরে দেখে নেওয়া যাক সেই কয়েকটি বিষয়।
advertisement
advertisement
১) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ওয়ার্ক ফ্রম হোমের ওপরে গুরুত্ব আরোপ করা। এই বিষয়ের ওপরে গুরুত্ব দিয়ে বেতনভুক্ত কর্মীদের ট্যাক্স ছাড়ের পরিমাণ বাড়ানো প্রয়োজন।
২) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত স্বাস্থ্যবিমার ওপরে গুরুত্ব আরোপ করা। এই বিষয়ের ওপরে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিমাকে ৫ শতাংশ জিএসটির (GST) স্ল্যাবে নিয়ে আসা প্রয়োজন।
advertisement
৩) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের অটোমোবাইল সেক্টরের ওপরে গুরুত্ব আরোপ করা। এই বিষয়ের ওপরে গুরুত্ব দিয়ে অটোমোবাইল সেক্টরে ট্যাক্স ছাড়ের পরিমাণ বাড়ানো প্রয়োজন।
৪) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের হস্পিটালিটি সেক্টরের ওপরে গুরুত্ব আরোপ করা। এই বিষয়ের ওপরে গুরুত্ব দিয়ে জিএসটির পরিমান কমানো এবং ট্যাক্স ছাড়ের পরিমাণ বাড়ানো প্রয়োজন।
advertisement
৫) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের ব্যাঙ্কিং এবং এমএসএমই (MSME) সেক্টরের ওপরে গুরুত্ব আরোপ করা। এই বিষয়ের ওপরে গুরুত্ব দিয়ে বিভিন্ন ধরনের সরকারি ক্রেডিট স্কিম চালু করা প্রয়োজন।
আরও পড়ুন- এই দিন আসতে চলেছে যোজনার ১১ তম কিস্তির টাকা, শীঘ্রই চেক করে নিন স্টেট্যাস
৬) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের এফএমসিজি (FMCG) সেক্টরের ওপরে গুরুত্ব আরোপ করা। এই বিষয়ের ওপরে গুরুত্ব দিয়ে গ্রামীণ এলাকার ওপরে বেশি করে নজর দেওয়া প্রয়োজন।
advertisement
৭) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের এভিয়েশন সেক্টরের ওপরে গুরুত্ব আরোপ করা। এই বিষয়ের ওপরে গুরুত্ব দিয়ে ট্যাক্স ছাড়ের পরিমাণ বাড়ানো প্রয়োজন।
8) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের স্টক মার্কেটের ওপরে গুরুত্ব আরোপ করা। এই বিষয়ের ওপরে গুরুত্ব দিয়ে ভারতের আর্থিক কাঠামোর ভিত মজবুত করা প্রয়োজন।
advertisement
৯) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের ক্রিপ্টোকারেন্সির বাজারের ওপরে গুরুত্ব আরোপ করা।
১০) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের স্টার্টআপ সেক্টরের ওপরে গুরুত্ব আরোপ করা।
১১) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের জলবায়ু পরিবর্তনের ওপরে গুরুত্ব আরোপ করা।
advertisement
১২) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের ট্যাক্স কাঠামোর ওপরে গুরুত্ব আরোপ করা।
১৩) আসন্ন ইউনিয়ন বাজেট ২০২২-২৩ এ কেন্দ্রীয় সরকারের উচিত ভারতের ওয়েলথ সেক্টরের ওপরে গুরুত্ব আরোপ করা।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 25, 2022 4:52 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2022: জনতার আকাঙক্ষা, বিশেষজ্ঞের বিশ্লেষণ, কেমন হওয়া উচিত এবারের বাজেট?