#নয়াদিল্লি: রিটায়েরমেন্টের পর যাতে আর্থিক পরিস্থিতি নিয়ে চিন্তা এবং অন্যের উপর নির্ভরশীল হতে না হয়, তার জন্য এখন থেকেই প্ল্যানিং এবং সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট শুরু করে দিতে হবে ৷ আপনিও সুরক্ষিত ভবিষ্যতের জন্য পেনশন যোজনায় ইনভেস্ট করতে পারেন ৷ ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS) আপনার চিন্তা দূর করতে সাহায্য করবে ৷ বেসরকারি সংস্থার কর্মীদের জন্য পেনশনের সুবিধা থাকে না ৷ ফলে এই যোজনার মাধ্যমে তাঁরা লাভবান হতে পারবেন ৷ আপনি যদি চান যে আপনার স্ত্রী আত্মনির্ভর হয়ে উঠুক এবং টাকার জন্য কারোর উপর নির্ভর না করুক তাহলে তাঁর নামেও ন্যাশনাল পেনশন স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন ৷
আরও পড়ুন: স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন চার্জ কী ভাবে দেওয়া হয়?
১০-১১ শতাংশ রিটার্ন
এনপিএস-এ ইনভেস্ট করলে বছরে ১০ থেকে ১১ শতাংশ রিটার্ন পাবেন ৷ আপনার বয়স যখন ৬০ বছর হয়ে যাবে আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা হয়ে যাবে যে অবসর জীবন নিশ্চিন্তে কাটাতে পারবেন ৷ এনপিএস অ্যাকাউন্টে আপনার সুবিধা অনুযায়ী প্রতি মাসে বা বছর টাকা জমা করতে পারবেন ৷ মাত্র ১০০০ টাকা দিয়ে এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ আপনার ৬০ বছর বয়স হতেই এনপিএস অ্যাকাউন্ট ম্যাচিউর হয়ে যাবে ৷ তবে আপনি চাইলে আরও ৫ বছরের জন্য এই অ্যাকাউন্টের মেয়াদ বাড়াতে পারবেন ৷
আরও পড়ুন: এই দিন আসতে চলেছে যোজনার ১১ তম কিস্তির টাকা, শীঘ্রই চেক করে নিন স্টেট্যাস
এনপিএস কেন্দ্র সরকারের একটি সোশ্যাল সিকিউরিটি স্কিম ৷ এখানে আপনি যে টাকা ইনভেস্ট করবেন সেটা সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ৷ এনপিএস স্কিম শুরু হওয়ার পর বছরে ১০ থেকে ১১ শতাংশ রিটার্ন দিয়ে থাকে ৷
নিকটবর্তী যে কোনও ডাকঘরে গিয়ে এনপিএস অ্যাকাউন্ট খুলতে পারবেন ৷ আপনার স্ত্রীর ৬০ বছর হতেই এককালীন একটা মোটা টাকা পেয়ে যাবেন ৷ এর পাশাপাশি প্রতি মাসে পেনশন হিসেবে রেগুলার ইনকামও হবে ৷
আরও পড়ুন: আপনিও কি ব্যাঙ্কে FD করিয়েছেন ? তাহলে অবশ্যই জেনে নিন এই বিষয়টি....
আপনার বয়স ৩০ বছর হলে এবং এনপিএস অ্যাকাউন্টে প্রতি মাসে ৫০০০ টাকা জমাকরলে ৬০ বছর বয়সে আপনার অ্যাকাউন্টে ১.১২ কোটি টাকা জমা হয়ে যাবে ৷ এর মধ্যে প্রায় ৪৫ লক্ষ টাকা আপনার স্ত্রী পেয়ে যাবে ৷ এছাড়া প্রতি মাসে ৪৫,০০০ টাকার কাছাকাছি পেনশন পাবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।